সবাই যতই বিলাসবহুল জীবনযাপন করতে চান না কেন বাধ্যর্ক্য বয়সের সুরক্ষার চিন্তা সকলেরই আছে। যদি আপনিও এখন থেকেই বার্ধক্য বয়সে সুরক্ষা নিশ্চিত করতে চান, তাহলে এই প্রতিবেদনের খবরটি শুধুমাত্র আপনাদের জন্য। সম্প্রতি এলআইসি (LIC) নিয়ে এল একটি দুর্দান্ত স্কিম। যাতে বিনিয়োগ করে আপনি অনায়াসে ভবিষ্যতের জন্য অরথ জমিয়ে রাখতে পারেন। এলআইসির এই নতুন স্কিমটি হল ‘জীবন শান্তি পলিসি’(Jeevan shanti policy)। এই পলিসিতে একবার বিনিয়োগ করলেই গ্যারান্টি সহকারে আপনি আজীবন পেনশন পাবেন।
এলআইসির (LIC) এই প্ল্যানটি জীবন অক্ষয় (Life Insurance) নামের পুরোনো পরিকল্পনার মতোই৷ এই নতুন প্রকল্পটিতে একটি একক প্রিমিয়াম প্ল্যান (Single Premium Plan), যাতে আপনি দুটি বিকল্প পেতে পারেন। একটি হল তাৎক্ষণিক বার্ষিক (Immediate Annuity) দ্বিতীয়টি হল ডিফারড অ্যানুইটি (Deferred Annuity)। এই দুটি পলিসির অধীনেই আপনি ভবিষ্যতে পেনশন করেন।
এই পলিসির বার্ষিক বিকল্পে আপনি ৫, ১০, ১৫ বা ২০ বছর পরে পেনশন সুবিধা পাবেন। এই প্রকল্পটির অধীনে পেনশনের পরিমাপের কোন নির্দিষ্টতা নেই। বিনিয়োগ বিলম্বের সময় ও বয়স অনুযায়ী আপনি এই পেনশন পাবেন। একবার পেনশন পাওয়া শুরু হলে সময় যত বাড়বে আপনার বয়স যত বাড়বে তখন পেনশনের পরিমাণও বেশি হবে।
এলআইসি (LIC) আপনার বিনিয়োগ অনুযায়ী শতাংশ পরিমাপে পেনশন দেয়। এই পরিকল্পনাটির সুবিধা 30 বছরের নিম্ন থেকে ৮৫ বছর পর্যন্ত ব্যাক্তিরা নিতে পারেন। এই প্ল্যানের অধীনে আপনি বার্ষিক অর্থ প্রদানের সুবিধা পেয়ে থাকবে। তবে আপনি এই নীতিতে যে বিকল্পটি নির্বাচন করবেন সেটি আর পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। সুবিধার জন্য প্ল্যানটি শুধু অফলাইনে নয় অনলাইনেও সক্ষম আছে।