Skip to content

পৃথিবীর সবচেয়ে ছোট্ট ৬টি দেশ যাদের আয়তন ভারতের একটি গ্রামের থেকেও ছোট, লোকসংখ্যা হাতে গোনা!

img 20230303 000213

বৈচিত্রময় পৃথিবীতে মোট ১৯৪ টি দেশজুড়ে কোটি কোটি বিভিন্ন ধরনের অজানা প্রাণীর বসবাস। বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রার মান বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রত্যেকটি দেশেই নিজস্ব খাদ্যাভাস, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে। বর্তমানে পৃথিবীর বেশ কিছু দেশের আয়তন অত্যাধিক। আবার এমনও কিছু দেশ আছে যা ভারতের একটি ছোট গ্রামের তুলনায় আয়তনে অনেক কম। চলুন বিশ্বের এমন ৬ টি দেশের নাম জেনেনি যা গোটা বিশ্বে আয়তনের দিক থেকে অনেক ছোট (6 tiny countries around the world)।

১) পালাউ (Palau)

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশগুলির মধ্যে পালাউ (Palau) এই দেশটির নাম সব থেকে আগে আসে।ক্ষুদ্রতম দেশটির আয়তন ৪৫৯ বর্গ কিলোমিটার। প্রায় ৫০০ টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত। এই দেশটি প্রশান্ত মহাসাগরের পশ্চিম অংশে অবস্থিত।

২) নিউ (New) :

এই তালিকায় নিউজিল্যান্ডের পূর্বাংশে অবস্থিত এই আয়তনে ছোট দৃষ্টিকর উল্লেখযোগ্য। ১৬২০ জন মানুষ নিয়ে বসবাসকারী এই দেশটি ২১৭ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত।

৩) সেন্ট কিটস ও নেভিস(saint kitts and nevis):

ওয়েস্ট ইন্ডিজ এ অবস্থিত এটি একটি ছোট সার্বভৌম দেশ। জনগণের কাছে নাগরিকত্ব বিক্রি করে এই দেশের মানুষ উপার্জন করে কারণ এখানে ব্যবসা করার কোন সুবিধা নেই। এই দেশের মোট আয়তন ২৬১ বর্গ কিলোমিটার।

৪) টুভালু (Tuvalu):

মোট ৯ টি ছোট ছোট দ্বীপ এবং এত 26 কিলোমিটার এলাকা জুড়ে প্রশান্ত মহাসাগরে এই দেশটি অবস্থিত। এই দেশের মোট জনসংখ্যা ১১০৯৭।

৫) নাউরু(Nauru):

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ হলো এটি। প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত এই দেশের কোন রাজধানী নেই। আয়তন মাত্র ২১ বর্গকিমি এই দেশের জনসংখ্যা ১৩,০৪৯ জন।

৬) প্রিন্সিপ্যালিটি অফ সেবর্গা (Seborga):

এই দেশটি তিনজন সেনাবাহিনী নিয়ে গঠিত। ১৪ কিলোমিটার আয়তন সম্পন্ন এই দেশটিতে জনসংখ্যা ৩২০ জন।