Skip to content

ATM থেকে ছেঁড়া নোট পেলে কিভাবে তা পরিবর্তন করবেন! বিস্তারিত জেনে নিন

img 20221126 194919

পৃথিবীতে সময়ের পর যদি মূল্যবান কোনও জিনিস থাকে তা হল টাকা (Money)। চকচকে টাকার নোট কাছে রাখতে কারই না ভালো লাগে। তবে যদি আপনার হাতে কোনোভাবে  ছেঁড়া বা জোড়াতাপ্পি দেওয়া নোট আসে, তাহলে সেটা নিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ বাজারে এই ছেঁড়া নোট প্রায় সকলেই নিতে অস্বীকার করেন।

ATM

আর এই সমস্যা যদি এটিএম (ATM) থেকে টাকা তোলার পর হয়ে থাকে, তবে বদল করার পদ্ধতি না জানার কারণে গ্রাহককে সেগুলি নিতেই হয়। তবে আপনি জানলে নিশ্চিন্ত হবে যে এটিএম থেকে কোনও ছেঁড়া নোট বেরোলে আপনি বেশ কিছু সহজ পদ্ধতির মাধ্যমে তা পরিবর্তন করতে পারবেন। শুনুন এই প্রতিবেদনে সেই পদ্ধতিগুলি জেনে নেওয়া যাক।

torn note

এবার আরবিআই-এর (RBI) তরফ থেকে  এটিএম থেকে ছেঁড়া নোট সংগ্রহ করলে সেটা পরিবর্তনের জন্য বেশকিছু নিয়ম জারি করা হয়েছে।  সংগ্রহ করে ছেঁড়া নোট পরিবর্তন করার জন্য যেতে হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (State Bank) অথবা কোন বেসরকারি ব্যাংকের কারেন্সি চেস্ট ব্রাঞ্চ (Currency Chest Branch of Private Bank) থেকেও ছেড়া নোটগুলি পরিবর্তন করা যাবে। এছাড়াও পরিবর্তন করা যাবে আরবিআই -এর (RBI Office) অফিস থেকে। এর জন্য কোন নতুন ফর্ম ফিলাপ করতে হবে না। শুধুমাত্র ছেঁড়া নোটগুলি পরিবর্তন করার জন্য Triple Lock Receptacle (TLR) কভার নিতে হবে।

500 notes

প্রথমে, আপনাকে ছেঁড়া নোটগুলি পরিবর্তন করার জন্য TLR cover সংগ্রহ করতে হবে আরবিআই অফিসের (RBI) কাউন্টার থেকে।

এই টিআরএল কভার (TRL Cover) সংগ্রহ করে গ্রাহকরা নোট সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি দিতে পারবে। কভারের স্তম্ভে গ্রাহকের নাম সহ ঠিকানা এবং নোটের সম্পূর্ণ বিবরণ লিখে দিতে হবে।

ATM

এরপরে সমস্ত তথ্য জমা দিতে হবে Triple Lock Receptacle বক্সে। সেখান থেকে গ্রাহকদের একটি টোকেন দেওয়া হবে। এই টোকেনের মাধ্যমেই গ্রাহক ব্যাঙ্ক ড্রাফ্ট বা পে-অর্ডারের মাধ্যমে ছেঁড়া নোটগুলি সম্পূর্ণ নোটে ফেরত পাবেন।

তবে আরবিআই (RBI) আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত তৈরি করেছে এই বিষয়ে। জানানো হয়েছে, আংশিক ছিড়ে যাওয়া কিংবা কোন নোংরা দাগ লেগে থাকা অথবা একেবারে দুটুকরো হয়ে যাওয়ার নোটেরই পরিবর্তন করা সম্ভব হবে।

torn notes

নোটগুলোর উপর নম্বর প্লেট না দেখা গেলে তা পরিবর্তন করা যাবে না। জারি করা নোটে কর্তৃপক্ষের নাম, গ্যারান্টি, ক্লজ, প্রমিস, সিগনেচার, অশোক স্তম্ভ, মহাত্মা গান্ধীর ছবি সহ ওয়াটার মার্ক থাকলে তা  পরিবর্তন করা যাবে। তবে কোনো মধ্য দিয়ে অতিরিক্ত পুড়ে যায় এবং নষ্ট হয়ে যায় তাহলে সেই নোটের পরিবর্তন হবে না।