Skip to content

শুরু হতে চলেছে বাঘাযতীন সিনেমার শুটিং, দেবের বিপরীতে থাকছেন এই নতুন নায়িকা!

img 20230123 230349

বাংলা টলিউড সুপারস্টার দেব অভিনীত এবং সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি’র  সাফল্যের পর দেব এখন আনন্দে মাতোয়ারা। তবে শুধু এই সাফল্য নিয়েই আটকে থাকেননি তিনি। কারণ আগামী দিনে দর্শকদের জন্য দেবের তরফ থেকে আরও অনেক বড় চমক অপেক্ষা করে রয়েছে।  দীর্ঘ বছর পর টলিউডে আবার তৈরি হতে চলেছে একটি দেশপ্রেমের ছবি। এবার দেব অভিনয় করতে চলেছেন বাঘা যতীনের (Bagha Jatin) বায়োপিকে।

Dev

দেবের প্রযোজনা সংস্থা এই নতুন ছবিটির জন্য নায়িকার ভূমিকায় একটি নতুন মুখ খুঁজছিলেন। রীতিমত কলকাতার সমস্ত বড় বড় কলেজে ঘুরে ঘুরে অডিশন নেওয়া হয়ছে। অবশেষে সেই কলেজ ছাত্রীদের মধ্যেই বেছে নেওয়া হয়েছে ‘বাঘাযতীন’ এর নায়িকা এবং ইতিমধ্যেই প্রকাশের সে তার নামসহ বেশ কিছু ছবি। আসলেই অভিনেত্রীর নাম সৃজলা দত্ত (Srijala Dutta)। দেবের হাত ধরে এই প্রথমবার তিনি টলিউডের প্রবেশ করতে চলেছেন।

Srijala Dutta

এই অভিনেত্রীর খোঁজ পাওয়া যায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। এই নতুন অভিনেত্রীর সাথে বিনোদন জগতের কোন যোগসূত্র ছিল না পূর্বে। দেব এবং তার সম্পূর্ণ প্রোডাকশন এমনই একজন অভিনেত্রীর সন্ধানে ছিলেন যাকে এর পূর্বে কেউ দেখেনি। ইতিমধ্যে দেবের সাথে ওয়ার্কশপ চালু হয়েছে তার। এই সিনেমার বেশ কিছু ঝলক মিডিয়া সূত্রে সামনে এসেছে।

Srijala Dutta , Dev

দেবের বিপরীতে অর্থ্যাৎ বাঘাযতীনের চরিত্রে দেখা যাবে তাকে। এই ছবিতে তার লুক প্রকাশ পেয়েছে। পুরনো দিনের মত আটপৌরে শাড়ি-ব্লাউজ, হালকা গয়না ও কপাল ভর্তি সিঁদুর এবং কপালে সিঁদুরের টিপ’এর সম্পূর্ণ সাজে দেখা গেছে এই নতুন অভিনেত্রীকে। সকলেই এই চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় আছে।