২০২১ সালে ভারতের মিস ইউনিভার্স হিসেবে জয়ী হয়েছিলেন পাঞ্জাবের প্রতিভাময়ী কন্যা হারনাজ সান্ধু (Harnaaz Kaur Sandhu)। সম্প্রতি রবিবার রাত্রি একটি বিশাল বড় অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের ডিভা ইউনিভার্স হিসাবে কর্ণাটকের বাসিন্দা দিভিতা রাইয়ের (Divita Rai) মাথায় মুকুট পরিয়ে দিলেন মিস ইউনিভার্স হারনাজ সান্ধু। এই বছর মিস ইউনিভার্স ২০২২-এ ভারতের প্রতিনিধিত্ব করবেন এই দিভিতা রাই (Divita Rai)।
রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি জমকালো ফ্যাশন শোতে দিভিতা রাইকে মিস ডিভা ইউনিভার্সের (Miss Universe) মুকুট পরিয়ে দিয়েছিলেন ২০২১ সালের মিস ইউনিভার্স খেতাবের বিজয়ীতা হারনাজ সান্ধু।
দিভিয়া রাই জন্মগ্রহণ করেছিলেন কর্ণাটকের ম্যাঙ্গালোরে। তবে বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। ছোটবেলা থেকেই তিনি মডেলিং এর প্রতি বিশেষভাবে আগ্রহী আর বড় হয়েও তিনি নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে তিনি মডেলিং পেশার সঙ্গে যুক্ত। শুধু এই প্রফেশনেই নয়, এর পাশাপাশি তিনি মুম্বাইয়ের স্যার জেজে কলেজ অফ আর্কিটেকচারে অধ্যয়ন করেন।
দিভিতা রাই ব্যাডমিন্টন এবং বাস্কেটবল খেলার পাশাপাশি বই পড়তে এবং গান শুনতে পছন্দ করেন। তবে একটি ঘটনা অনেকেরই হয়তো অজানা যে ২০২১ সালেও মিস ডিভা ইউনিভার্স (Miss Universe) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, তবে তখন সেরার মুকুট পেয়েছিলেন হারনাজ সান্ধু। ওই প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পর এবার প্রথম হওয়ার লক্ষ্যে নিজেকে সেরা প্রমাণ করার জন্য আবারও অংশগ্রহণ করছেন দিভিতা রাই।
একটি সাক্ষাৎকার দিভিতা রাই নিজেই জানিয়েছেন, ছোট থেকেই তিনি অনেক জায়গায় ভ্রমণ করতে পেরেছেন কারণ তার পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে। তাই যেকোনো পরিস্থিতিতে তিনি মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। তার জীবনে অনেক উত্থান পতন হওয়া সত্বেও তিনি সবসময় নিজের মনে ধৈর্য রেখেছেন কখনোই ভেঙে পড়েননি। তিনি প্রতিটি পর্বে সুন্দর ভাবে বাঁচতে শিখেছেন। দিভিতা রাই জানিয়েছেন, তাঁর বাবার কথায়- ‘শিক্ষাই হল উন্নতির চাবিকাঠি’।