Skip to content

বর্তমানে আধার কার্ডের এত গুরুত্ব, কিন্তু ৯৯% মানুষের কাছে অজানা Aadhaar এর Full Form কি!

img 20230324 114046

বর্তমান আধার কার্ড (Aadhaar Card) ভারতীয় নাগরিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। এখন সব কাজেই আধার কার্ডের সাথে বিষয়বস্তুটি লিঙ্ক থাকা প্রয়োজন। স্কুলে ভর্তি থেকে শুরু করে রেশন কার্ড, ব্যাঙ্কের বই সবেতেই আধার কার্ডের প্রমাণপত্র জরুরি। তবে আপনি কি জানেন আধার কার্ডের সম্পূর্ণ নাম কী অথবা আধার কার্ডের ফুল ফর্ম কী (Full Form)। যদি না জেনে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।

Aadhaar card

প্রসঙ্গত, ইংরেজিতে ‘আধার’ AADHAAR হিসাবে লেখা হয়। যেমন PAN কার্ড লেখা হয়। অনেকেই আধার কার্ডের (Aadhaar Card) ফুল ফর্ম জানেন না। PAN Card এর সম্পূর্ণ নাম পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (Permanent Account Number)। এবার বলি,  Aadhaar Card এর কোনও ফুল ফর্ম হয় না। তবে আধার কার্ড নিয়ন্ত্রক সংস্থা ইউআইডিএআই (UIDAI)-এর ফুল ফর্ম রয়েছে। সেটি হল – ইউনিক আইডেন্টিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (Unique Identification Authority of India)।

Aadhaar card

এবার আধার কার্ড সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আপনাদের জানাব। মহারাষ্ট্রের নন্দারবারের এক বাসিন্দার আধার কার্ড প্রথম ২০১০ সালে জারি করা হয়েছিল। নয়া দিল্লিতে আধার কার্ড নিয়ন্ত্রক সংস্থা UIDAI এর সদর দপ্তর রয়েছে। যা সারা দেশে মোট ৮ টি আঞ্চলিক কার্যালয় নিয়ে গঠিত। এছাড়াও UIDAI-এর বেঙ্গালুরুর হেব্বালে এবং হরিয়ানার গুরুগ্রামের মানেসরেসারাতে দুটি ডেটা সেন্টার রয়েছে।

Aadhaar card

১২ ডিজিটের এই আধার নম্বরটি একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর হিসাবে পরিচিত। বর্তমানে সমস্ত নাগরিকদের আধার কার্ড রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আধার কার্ড কখনো ০ বা ১ দিয়ে শুরু হয় না। বর্তমানে প্রায় সমস্ত কাজেই আধার কার্ডের লিঙ্ক অনিবার্য। জানিয়ে রাখি, যদি আপনার প্যান কার্ড থাকে তবে ৩০শে মার্চের আগেই আধারের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন।