Skip to content

 দেখুন বিশ্বের সবচেয়ে ধনীতম পাঁচটি মন্দির যেখানে প্রতিদিন দান বাক্সে জমা পড়ে কোটি কোটি টাকা!

img 20230315 202704

ভারত ঐতিহ্য সংস্কৃতির দেশ। এই দেশের বিভিন্ন রাজ্যে ছোট থেকে বড় অসংখ্য দেব-দেবীর মন্দির রয়েছে। পর্যটকরা ভগবানের প্রতি বিশ্বাস রেখে এই সমস্ত দেবদেবীর মন্দিরে ভিড় জমান। নিজেদের সামর্থ্য মত শ্রদ্ধা নিবেদন করেন দেব দেবীর চরণে। জানেন কি আমাদের দেশে এমন ৫ টি মন্দির রয়েছে যা সারা বিশ্বের সবচেয়ে ধনী মন্দিরের তালিকায় অন্তর্ভুক্ত আছে (There are 5 temples which are included in the list of richest temples around the world)। আজকেই প্রতিবেদনে আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরব।

শ্রী পদ্ভনাভ স্বামী মন্দির (Sri Padmanabhaswamy Temple) 

Sri Padmanabhaswamy Temple

কেরালার তিরুবনন্তপুর অবস্থিত রয়েছে এই মন্দির যা দর্শন করতে দেশ-বিদেশের বহু মানুষ ছুটে আসে। একসময় এই মন্দিরের মাটির নিচ থেকে পাওয়া গিয়েছিল গুপ্তধনের সন্ধান। উদ্ধার হয়েছিল হাজার হাজার কোটি টাকা। সেই থেকে দেশের সবচেয়ে ধনী মন্দিরের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে এই শ্রী পদ্ভনাভ স্বামী মন্দির মন্দির (Sri Padmanabhaswamy Temple) ।

তিরুপতি মন্দির (Tirupati Temple)

Tirupati Temple

অন্ধপ্রদেশের বিখ্যাত মন্দিরটি অবস্থিত। এই মন্দির খুবই জাগ্রত, তাই দর্শনার্থীরা যা মানত করে তাদের সেই ইচ্ছা সহজে পূরণ হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী, একসময় এই মন্দিরে ভগবান বালাজি বসবাস করতেন। মন-বাসনা পূর্ণ হওয়ার আশায় এই মন্দিরে শত শত মানুষ অনেক সম্পত্তি দান করেন।

সাই বাবা মন্দির (Sai Baba Temple) 

Sai Baba Temple

ধনী মন্দিরের মধ্যে দেশের তৃতীয় স্থানে রয়েছে সাই বাবা’র এই মন্দির, যা শিরডি’তে অবস্থিত। সারা বিশ্বের কাছে এই মন্দির সবচেয়ে পবিত্র একটি তীর্থস্থান। বাবার ভক্তদের পাশাপাশি আরো বিভিন্ন দেশের মানুষের ভিড় জমায়েত হয় এখানে।

সিদ্ধি বিনায়ক মন্দির (Siddhi Bidhayak Temple)

Siddhi Bidhayak Temple

ভারতে অবস্থিত সমস্ত ধনী মন্দিরের মধ্যে মুম্বাইয়ের সিদ্ধি বিধায়ক মন্দিরটি অন্যতম। এই মন্দিরে ভগবান গণেশের দর্শন পাওয়া যায়। প্রতিবছর দেশ-বিদেশের বহুভুক্তরা এই মন্দিরের ভিড় জমান।

স্বর্ণ মন্দির (Golden temple) 

Golden temple

পাঞ্জাবে অবস্থিত সবচেয়ে ধনী এই মন্দির সাজানো রয়েছে সোনা, রুপো দিয়ে। সেই কারণেই বহুকাল ধরে এই মন্দির পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় মন্দির হয়ে উঠেছে। প্রতিবছর হাজার হাজার দর্শনার্থী এই ধর্মালম্বী মন্দিরের এসে ভিড় জমান।