অ্যালকোহল স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর তা সকলেরই জানা এমনকি প্রতিমুহূর্তে টেলিভিশনে যেকোনো চলচ্চিত্র শুরু হওয়ার সময় এই জিনিসের সর্তকতা দেওয়া হয়। এছাড়াও কোন জায়গায় সেই দৃশ্য দেখানো হলেও নিচে ছোট হরফে লিখে দেওয়া থাকে মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কিন্তু এত সতর্কতার পরেও নেশাপ্রেমীদের আটকানো খুবই কঠিন। আজকাল প্রতিটি বড় বড় জায়গাতেও, এছাড়া সব জায়গাতেই মদ্যপান একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই অ্যালকোহল বিশ্বের সর্বাধিক বিক্রিত জিনিস গুলির মধ্যে অন্যতম। যাদের মধ্যে ‘ওয়াইন’, ‘হুইস্কি’, ‘বিয়ার’, সবই আছে। প্রত্যেক নেশা প্রেমীদের তালিকা হুইস্কি থাকে।
ফোর্বসের একটি প্রতিবেদন পড়ে জানা গেছে, বিশ্বের সর্বাধিক বিক্রিত ২৫ টি হুইস্কি ব্র্যান্ডের মধ্যে ১৩টি ব্র্যান্ড ভারতীয়। শুধু তাই নয় ভারতীয় কোম্পানি গুলিতে সর্বাধিক বিক্রি হওয়া হুইস্কি তৈরি হয়। তথ্যানুযায়ী জানা গেছে ভারতে সবথেকে বেশি হুইস্কি বিক্রি হয়। এরপরই হুইস্কি বিক্রিতে উল্লেখযোগ্য দেশ গুলি হল আমেরিকা, ফ্রান্স এবং জাপান।
১) ম্যাক ডওয়েলস (McDowell’s) :-
এই তালিকায় প্রথমেই রয়েছে ভারতীয় ব্র্যান্ড। এই হুইস্কির নাম ম্যাক ডওয়েলস (McDowell’s)। এটি বিশ্বের সবচেয়ে বিক্রিত হুইস্কি। এটি ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’ কোম্পানি দ্বারা তৈরি। এই কোম্পানি বিজয় মালিয়ার মালিকাধীন রয়েছে। এখানে প্রতি বার্ষিক ২৭. ৬৩ কোটি লিটার বিক্রি হয়।
২) ইম্পেরিয়াল ব্লু (Imperial Blue) :-
ভারতের আরও একটি অন্যতম সবচেয়ে দামী ব্র্যান্ড হল ইম্পেরিয়াল ব্লু (Imperial Blue)। এটি ‘Pernod Richard কোম্পানিতে তৈরি হয়। এখানে প্রতি বার্ষিক ২৩.৯৭ কোটি লিটার বিক্রি হয়।
৩) অফিসার চয়েস (Officer Choice) :-
তৃতীয় নম্বরে রয়েছে ভারতীয় এই ব্র্যান্ডটি। এটি তৈরী হয় ‘এ্যালাইড ব্লেল্ডার্স অ্যান্ড ডিস্টিলারিজ’ কোম্পানিতে। এটি প্রতি বার্ষিক ২৭.৫৪কোটি লিটার বিক্রি হয়।
৪) রয়্যাল স্ট্যাগ ( Royal Stag) :-
ভারতীয় এই অন্যতম ব্র্যান্ডটি চতুর্থ নম্বরে রয়েছে। এটি তৈরি হয় ‘Pernod Richard কোম্পানিতে। এটি প্রতি বার্ষিক ১৯.৮০কোটি লিটার বিক্রি হয়।
৫) জনি ওয়াকার (Johnnir Wallker):-
এই ৫ নম্বরের তালিকায় রয়েছে স্কটিশ কোম্পানি ডিয়াজিওর জনি ওয়াকার (Johnnir Wallker)। এটি প্রতি বার্ষিক ১৬.৫৬ কোটি লিটার বিক্রি হয়। এটির ১৮,৪০০ টি কেস বিক্রি হয়েছে।
৬) অরিজিনাল চয়েস (Orginal Choice):-
এটি একটি অন্যতম ভারতীয় ব্র্যান্ড। ‘জন ডিস্টলারিজ’ এর কোম্পানিতে এটি তৈরি হয়। এটি একটি সূক্ষ্ম পরীক্ষার পরিদর্শনের জন্য বিখ্যাত। এটির ১২,৭০০ টি কেস বিক্রি হয়েছে।
৭) জিম-বিম (Jim-Beam) :-
এটি একটি আমেরিকান কোম্পানি। এটি বিম সানটোরির জিম-বিম (Jim-Beam)। সারা বিশ্বে এই হুইস্কি খুব বিখ্যাত। এটির ১০,৪০০ টি কেস বিক্রি হয়েছে।
৮) জ্যাক ড্যনিয়েলস ( Jack Daniel’s) :-
এটি একটি আমেরিকান ব্র্যান্ড। আমেরিকায় এই হুইস্কি অত্যন্ত জনপ্রিয়। এটি তৈরি করেছে ‘ব্রাউন ফরম্যান’ কোম্পানি। এটির ১৩,৪০০ টি কেস বিক্রি হয়েছে।
৯) হেওয়ার্ডস ফাইন (Hayward Fine):-
এটি একটি অন্যতম ভারতীয় ব্র্যান্ড যা বিজয় মাল্যের কোম্পানি ‘ইউনাইটেড স্পিরিট্স’ এ তৈরী হয়। এটির ৯৬০০ টি কেস বিক্রি হয়েছে।
১০) ৮ পি.এম (8 PM):-
এটি একটি অন্যতম ভারতীয় ব্র্যান্ড যা মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এটির ৮,৫০০ টি কেস বিক্রি হয়েছে।
১১) ক্রাউন রয়্যাল (Crown Royal):-
কানাডায় এই ব্র্যান্ডটি পাওয়া যায়। ডিয়াজিও কোম্পানিতে এটি তৈরি হয়। এটির ৭,৯০০ টি কেস বিক্রি হয়েছে।
১২) জেমসন (Jameson):-
এই ব্র্যান্ডটি পাওয়া যায় আয়ারল্যান্ডে। এটি তৈরি হয় পেরনড রিকার্ড কোম্পানিতে। এটির ৮,১০০ টি কেস বিক্রি হয়েছে।
১৩) ব্যালানটাইনস ( Ballantyne) :-
এই ব্র্যান্ডটি স্কটল্যান্ড পাওয়া হয়। এটি ‘Pernod Richard কোম্পানিতে তৈরি হয়। এটির ৭,৭০০ টি কেস বিক্রি হয়েছে।
১৪) ব্লেন্ডার প্রাইড (Blenders Pride) :-
এটি ‘Pernod Richard কোম্পানিতে তৈরি হওয়া একটি ব্র্যান্ড । এটির ৭,৭০০ টি কেস বিক্রি হয়েছে।
১৫) ব্যাগপাইপার (Bagpiper) :-
এটি একটি অন্যতম ভারতীয় ব্র্যান্ড, যা ‘ইউনাইটেড স্পিরিট’ কোম্পানিতে তৈরি হয়। এটির ৬,১০০ টি কেস বিক্রি হয়েছে।
১৬) ওল্ড টেভার্ন ( Old Tavern):-
এটি ইউনাইটেড স্পিরিট কোম্পানিতে তৈরি হওয়া একটি দামি ব্র্যান্ড। এটির ৫,৩০০ টি কেস বিক্রি হয়েছে।
১৭) রয়েল চ্যালেঞ্জ (Royal Challenge) :-
এটি ইউনাইটেড স্পিরিট কোম্পানিতে তৈরি হওয়া একটি ভারতীয় ব্র্যান্ড । এটির ৫,৫০০ টি কেস বিক্রি হয়েছে।
১৮) কাকুবিন (Kakubin):-
এটি একটি জাপানি কোম্পানি সানটোরির কাকুবিন, যা বিম সানটোরি কোম্পানিতে তৈরি হয়ে থাকে। এটির ৫,২০০ টি কেস বিক্রি হয়েছে।
১৯) সিভাস রিগাল (Chivas Regel):-
স্কটল্যান্ডের এই ব্র্যান্ডটিকে ‘Pernod Richard’ কোম্পানি তৈরি করে। এটির ৪,৪০০ টি কেস বিক্রি হয়েছে।
২০) মাল্ট হুইস্কি ( Malt Whiskey):-
এটি একটি ভারতীয় ব্র্যান্ড যা ব্যাঙ্গালোরে পাওয়া যায়। এটি জন্স ডিস্টিলারিজ কোম্পানিতে তৈরি। এটির ৪,২০০ টি কেস বিক্রি হয়েছে।
২১) গ্রান্টস (Grants):-
এটি একটি স্কটিশ ব্র্যান্ড যা উইলিয়াম গ্রান্ট অ্যান্ড সন্স কোম্পানিতে তৈরি হয়ে থাকে। এটির ৪,২০০ টি কেস বিক্রি হয়েছে।
২২) নিক্কো ব্ল্যাক (Nikka Black) :-
এটি জাপানের নিক্কা ব্ল্যাক (Nikka Black) একটি ব্র্যান্ড যা ‘আশাহি ব্রুয়ারিজ’ কোম্পানিতে অবস্থিত। এটির ৩,৪০০ টি কেস বিক্রি হয়েছে।
২৩) ডিরেক্টরস স্পেশাল (Director Special):-
এই ব্র্যান্ডটি বানায় ‘ইউনাইটেড স্পিরিট’ কোম্পানি। এটির ৪,২০০ টি কেস বিক্রি হয়েছে।
২৪) উইলিয়াম লসনস (William Lawson’s):-
এটি স্কটল্যান্ডের উইলিয়াম লসনস। এটি তৈরি হয় বাকার্ডি কোম্পানিতে। এটির ৩,৩০০ টি কেস বিক্রি হয়েছে।
২৫) দেবার্স (Dewar’s) :-
এটি একটি স্কটিশ ব্র্যান্ড যা তৈরি হয় বাকার্ডি কোম্পানিতে। এটির ৩,০০০ টি কেস বিক্রি হয়েছে।