Skip to content

দেব, জিৎ না প্রসেনজিৎ- টলিউডের সবথেকে অশিক্ষিত সুপারস্টার কে? জেনে নিন তালিকা

    img 20230221 233321

    বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতেও সারা বিশ্বের সুপরিচিত সুদক্ষ অভিনেতারা রয়েছেন।  আর যারা বলিউডে অভিনয় করে তারা এই টলিউড থেকেই সেই উচ্চতর স্তরে পৌঁছেছেন। টলিউডে প্রসেনজিৎ মিঠুন থেকে শুরু করে দেব জিৎ অঙ্কুশ এই ৫ জন অভিনেতাই তাদের অভিনয় ক্যারিয়ারে প্রচুর ভাবে সফলতা অর্জন করেছেন। এবার এই প্রতিবেদনে এই ৫ জন অভিনেতার শিক্ষাগত যোগ্যতা (Education Qualification Of These 5 Tollywood Actors) সম্পর্কে জেনে নেওয়া যাক।

    ১) প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chattapadhay) :

    Prasenjit Chattapadhay

    এই তালিকা শুরুতেই যাকে নিয়ে কথা হবে দিদি হলেন আমাদের সকলের প্রিয় বুম্বাদা এবং সারা বিশ্বে পরিচিত বাংলা ইন্ডাস্ট্রির সাফল্যের অন্যতম কর্ণধার প্রসেনজিৎ চ্যাটার্জী। দীর্ঘ ৩০ বছর ধরে এই অভিনেতা দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন। খুব অল্প বয়স থেকেই অভিনেতা অভিনয় জগতে নিজের ক্যারিয়ার শুরু করেন। তবে এই ক্ষেত্রে তার পড়াশোনার ব্যাঘাত ঘটেনি। জানা গেছে, তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করতেন।

    ২) মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) :

    Mithun Chakraborty

    বলিউড তথা টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত অভিনেতা হলেন মিঠুন চক্রবর্তী। আমাদের মহাগুরু সাফল্যের চূড়ায় পৌঁছানোর জন্য জীবন পথে অনেক সংগ্রাম করেছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা গেছে, মুম্বাইয়ে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে স্কটিশ চার্চ কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স করেছিলেন।

    ৩) জিৎ (Jeet):

    Jeet

    টলিউড ইন্ডাস্ট্রির সবথেকে হট হ্যান্ডসাম এবং চার্মিং লুকের অভিনেতা হলেন সুপারস্টার জিৎ (Jeet)। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ সুদক্ষ অভিনেতা। জানা যায় বর্তমান প্রজন্মের শত শত দর্শক তাকে অনুসরণ করে। তবে এই অভিনেতা অভিনয়ে সাফল্যের পূর্বে ভবানীপুর সোসাইটি কলেজ, কলকাতা থেকে তিনি স্নাতক করেছেন।

    ৪) দেব (Dev)

    Dev

    বর্তমান প্রজন্মের টলিউড ইন্ডাস্ট্রির তথা দর্শকদের মনেপ্রাণে যে অভিনেতার নাম জড়িয়ে আছে তিনি সারা বিশ্বে বিখ্যাত টলিউড সুপারস্টার দেব (Dev)। খুব সম্ভবত তিনি মডেলিং থেকে নিজের ক্যারিয়ার জীবন শুরু করেছিলেন। মুম্বাইতে তার ছোটবেলা অতিবাহিত হয় এবং তিনি পুনে থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রী নিয়েছিলেন।

    ৫) অঙ্কুশ হাজরা (Ankush Hazra):

    Ankush Hazra

    এই তালিকার সবশেষে যে অভিনেতার নাম আছে তিনি টলিউডের সকলের চকলেট হিরো অঙ্কুশ হাজরা। বর্ধমান জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও এই অভিনেতা ছোট থেকেই কলকাতায় পড়াশোনা করেন এবং কলকাতার হেরিটেজ অ্যাকাডেমি থেকে বিবিএ পাশ করেছিলেন।