Skip to content

কেউ ইঞ্জিনিয়ারিং আবার কেউ স্কুলের শিক্ষক! অভিনয় জগতে আসার পূর্বে এই ৭ জনপ্রিয় তারকা করতেন শিক্ষকতা

  বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে অনেকেই আছেন যারা বংশ পরম্পরায় অভিনয়কেই পেশায় পরিণত করেছেন। তবে এর মধ্যে বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী ব্যাতিক্রমী ছিলেন। যারা এই অভিনয় জগতকে পেশায় পরিণত করার আগে তারা বিভিন্ন বিষয়ে শিক্ষকতা করেছেন। চলুন জেনে নেওয়া যাক এই ৭ জন অভিনেতা-অভিনেত্রীর নাম।

  ১) অনুপম খের (Anupam Kher)

  Anupam Kher

  বাস্তব জীবনে অনুপম খের শুধু একজন অভিনেতা নয় বরং একজন শিক্ষক। তার নিজস্ব একটি অভিনয় স্কুলও আছে। এই স্কুলটি তিনি ২০০৫ সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে তিনি শিক্ষাকতা করতেন। আপনি কি জানেন তিনি দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে বরুণ ধাওয়ান, প্রীতি জিনতা, অভিষেক বচ্চন, কিয়ারা আদভানি এবং হৃতিক রোশন সকলকে নিজে হাতে ধরে অভিনয় শিখিয়েছেন।

  ২) উৎপল দত্ত (Utpal Dutta)

  Utpal Dutta

  অসামান্য অভিনেতা উৎপল দত্ত (Utpal Dutta), যিনি ‘শৌকিন’, ‘রং বিরাঙ্গি’ এবং ‘নরম গরম’, ‘কিসি সে না কেহনা’ এবং ‘গোলমাল’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। টলিউড খ্যাত এই প্রাক্তন অভিনেতা পূর্বে একজন দক্ষ শিক্ষক ছিলেন। চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করা সত্ত্বেও কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ইংরেজি পড়াতেন।

  ৩) কাদের খান ( Kader Khan)

  Kader Khan

  এই অভিনেতা আমাদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। কাদের খান ১৯৭০ থেকে ৭৫ সাল পর্যন্ত একটি কলেজে অধ্যাপক ছিলেন। মুম্বাইয়ের এমএইচ সাবু সিদ্দিক কলেজ অফ ইঞ্জিনিয়ারিং-এ তিনি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যক্ষ করতেন। পরে তিনি ছাত্রদের হিন্দি পড়াতেন দুবাইয়ের একটি স্কুলে।

  ৪) অক্ষয় কুমার (Akshay Kumar)

  Akshay Kumar

  আমাদের সকলের প্রিয় অক্ষয় কুমার একজন অভিনেতা হওয়ার পূর্বে শিক্ষক ছিলেন। মার্শাল আর্টের জন্য মাঝপথেই স্কুল ছেড়ে দিয়েছিলেন তিনি। একসময় একজন দক্ষ শিক্ষক ছিলেন তিনি। বিদেশ থেকে মার্শাল আর্ট শিখে তিনি মুম্বাইয়ে ফিরে এই বিষয়ে একটি স্কুল খোলেন। ছাত্রদের মার্শাল আর্ট শেখাতে শুরু করেছিলেন তিনি।

  ৫) চন্দ্রচূর সিং (Chandrachur Singh)

  Chandrachur Singh

  এই অভিনেতাকে সম্প্রতি আগত সিনেমা ‘কাঠপুতলি’ ছবিতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সাথে। পূর্বে তিনি একজন শিক্ষক ছিলেন। চন্দ্রচূর সিং, যিনি ‘জোশ’, ‘মাচিস’ এবং ‘কেয়া কেহনা’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন, সেই অভিনেতা পূর্বে একটি স্কুলে সঙ্গীত শিক্ষক ছিলেন। তিনি একজন অসাধারণ গায়ক ছিলেন।

  ৬) নন্দিতা দাস (Nandita Das)

  Nandita Das

  এই অভিনেত্রী নন্দিতা দাস  একজন পরিচালক হওয়ার পাশাপাশি ভালো শিক্ষকও। তার স্কুলের নাম ঋষি ভ্যালি। তিনি এখানেও
  শিক্ষকতা করেছিলেন। তিনি থিয়েটার করার পাশাপাশি এখানে শিক্ষকতাও করতেন।

  ৭) বব ক্রিস্টো (Bob Christo) –

  Kader Khan

  খলনায়কের চরিত্রে অভিনয় করা এই অসাধারণ অভিনেতা বব ক্রিস্টো বাস্তব জীবনেও একজন শিক্ষক ছিলেন। তিনি একজন প্রফেশনাল সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি একজন দক্ষ যোগ প্রশিক্ষক ছিলেন।