Skip to content

সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিদিন এই রুটিন হুবহু মেনে চলেন মুকেশ আম্বানি!

img 20221225 175809

গোটা বিশ্বের সবচেয়ে ধনী ব্যাক্তিত্বের মধ্যে ভারতের সর্ববৃহৎ শিল্পপতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম উল্লেখযোগ্য। তার বাবা ধিরুভাই আম্বানির তৈরি রিলায়েন্স ইন্ডাস্ট্রির বর্তমান কর্ণধার তিনি। মুকেশ আম্বানির অক্লান্ত পরিশ্রম আজ তাকে ব্যবসায় সাফল্য এনে দিয়েছে। তিনি তার পরিবার সহ বিলাসবহুল জীবনযাপনের জন্য খবরের শিরোনামে থাকেন। নিজেকে ফিট রাখতে বেশ কিছু নিয়ম মেনে চলেন তিনি।

Mukesh Ambani

ঘুম থেকে উঠে যোগব্যায়াম করা থেকে শুরু করে নিয়ম করে সঠিক ভাবে খাবার খাওয়া, সব কিছুই তিনি রুটিন মেনে চলেন। প্রত্যেকেই ভাবেন মুকেশ আম্বানি সাফল্যতা অর্জন করার পিছনে লুকিয়ে রয়েছে কঠিন নিয়মানুবর্তিতা। চলুন এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক মুকেশ আম্বানি ভোর পাঁচটা থেকে উঠে ঠিক কি কি করেন।

ঘুম থেকে উঠে :-

ভোর পাঁচটায় মুকেশ আম্বানি ঘুম থেকে ওঠেন। কিছুক্ষণ বিলাসবহুল আবাসন থেকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করেন। এরপর যোগব্যায়াম করে নিয়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট করেন।

ধ্যান :-

দিনের একটি সঠিক সময়ে তিনি মেডিটেশন করেন। কারণ এত বড় ইন্ডাস্ট্রির একজন মালিক হওয়ায় তার ধ্যান করা খুবই জরুরি।

জিম :-

Mukesh Ambani

যোগব্যায়ামের পাশাপাশি তিনি জিম করেও শরীরচর্চা করেন। এই ভাবে শরীরচর্চা করে তিনি নিজের মনকে ভালোবাসেন।

পরিবারের সঙ্গে বসে ব্রেকফাস্ট:-

Food

শত ব্যস্ততার মাঝেও দিনের শুরুতে পরিবারের সাথে বসেই ব্রেকফাস্ট করতে পছন্দ করেন তিনি। শত কাজের মাঝেও তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

পড়াশোনা:-

দিনের একটি নির্দিষ্ট সময় নিজেকে আপডেটেট রাখার জন্য পড়াশোনা করেন তিনি।

অফিস যাওয়া:-

সমস্ত বিলাসিতার মাঝেও জীবনের নির্দিষ্ট সময়ে অফিস যখন তিনি। ঘড়ির নির্দিষ্ট কাঁটা ধরে তিনি অফিস যান।

সময় সূচি:-

Mukesh Ambani

কোনও কাজ কাল করতে হবে এই বিষয়ে একদমই বিশ্বাসী নন তিনি। অফিসে পৌঁছে কর্মসূচি অনুযায়ী তিনি কাজ করে নেন।

লাঞ্চের সময়:-

প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য তিনি বাড়িতেই ফিরে আসেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

Mukesh Ambani family

এছাড়াও প্রতি মুহূর্তে মুকেশ আম্বানি নিজের কর্মচারীদের স্বপ্ন দেখার সাহস জোগান। সাথে যথাসাধ্য চেষ্টা করেন যাতে কর্মচারীদের স্বপ্ন সফল হয়।

ঘুমানোর সময়:-

যেমন খুব সকালেই তিনি ঘুম থেকে উঠে যান তেমনই খুব তাড়াতাড়ি কাজ সেরে নিয়ে পরিবারের সঙ্গে রাত্রি ভোজ করে ঘুমাতে যান তিনি।