সম্প্রতি দর্শকমহল তথা বক্স অফিস কাঁপাচ্ছেন দক্ষিণী সিনেমাগুলো (South Indian Cinema)। বলিউডের অবস্থা খুবই শোচনীয়। চলতি বছরের ৩০শে সেপ্টেম্বরই মুক্তি পেয়েছিল কান্তারা (Kantara) সিনেমাটি। ছবিটি বক্স অফিসে দুর্দান্ত হিট হয়েছে। চূড়ান্ত সাফল্যের পর সিনেমাটি হিন্দি ডাবিং করে ১৪ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এখানেও চূড়ান্ত ব্যবসা করেছে পরিচালক ঋষভ শেঠি (Rishab Shett) পরিচালিত এবং অভিনীত এই সিনেমা। এবার এই ছবির বলিউড রিমেক নিয়েই প্রকাশ্যে মুখ খুললেন এই দক্ষিণী অভিনেতা।
ছবির অভিনেতা তথা পরিচালক চান না ‘কান্তরা’ ছবির রিমেক হোক (The film’s actor and director do not want ‘Kantra’ to be a remake) একটি প্রতিবেদন স্বরূপ জানা গেছে, এক সাক্ষাতকারে ঋষভ শেঠিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁর ‘কান্তারা’ ছবিটি হিন্দিতে ডাব করা হয়েছে। সুতরাং বলিউডে রিমেকের সুযোগ নেই। তবে যদি রিমেক হয় তাহলে আপনার চরিত্রে আপনি কোন বলিউড অভিনেতাকে দেখতে চান?”
এ প্রসঙ্গে ঋষভ শেঠি জানিয়েছিলেন, ‘হিন্দিতে এর কোনও রিমেক হবে না। এই ধরনের চরিত্রে অভিনয় করতে হলে অবশ্যই তাকে খুব শক্তিশালী এবং সংস্কৃতিতে বিশ্বাস করতে হবে। বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় অভিনেতারা আছেন, যাদের আমি খুব পছন্দ করি। তবে আমি চাই না কান্তারা (Kantara) ছবির রিমেক হোক। আমি রিমেক করতে আগ্রহী নই।
‘কান্তারা’-এর বক্স অফিস কালেকশন (Box office collection of ‘Kantara’)
মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ২৫০ কোটি টাকা উপার্জন করেছেন এক মাসে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, ‘কান্তরা’ (Kantara) ছবিটি খুব কম বাজেটে নির্মিত হয়েছে। তবে এই ছবিতে সকলের কাজ সত্যি প্রশংসনীয়।