নতুন হোক অথবা পুরানো, যে কোন অভিনেত্রীর কাছে এটাই স্বপ্ন যে তারা নিজেদেরকে ক্যারিয়ারে একবার হলেও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করবেন। দীপিকা পাডুকোন (Deepika Padukon) বা অনুষ্কা শর্মার (Anushka Sharma) মতো ভাগ্যবতী হলে প্রথম সিনেমাতেই শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার সুযোগ পাওয়া যায়।
শাহরুখ খানের (Sharukh Khan) বিপরীতে অভিনয় করলেই আপনা আপনি কিছুটা খ্যাতি চলে আসে সেই নায়িকার ক্ষেত্রে। শাহরুখ খান (Sharukh Khan) নিজেই যে একটি ব্র্যান্ড তা বলার অপেক্ষা রাখে না। কাজল (Kajal) থেকে জুহি চাওলা (Juhi Chawla) বলিউডের প্রায় প্রত্যেক অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন বলিউডের কিং খান (King Khan Of Bollywood)।
তবে আপনি কি জানেন, কোন অভিনেত্রীর সঙ্গে প্রথম অভিনয় করেছিলেন শাহরুখ খান? না কাজল বা শিল্পা শেট্টি (Shilpa Shetty) নয়, বরং শাহরুখ খান প্রথমে সিনেমাতেই অভিনয় করতেন না। টেলিভিশনের মাধ্যমে নিজের অভিনয়ে জীবন শুরু করেছিলেন। প্রথমদিকে ‘ফৌজি’ এবং পরে ‘সার্কাস’ এই দুটি সিরিয়ালে অভিনয় করেছিলেন কিং খান। সার্কাস ধারাবাহিকে অভিনয় করার সময় রেনুকা শাহানে (Renuka Shahane)। ছিলেন শাহরুখ খানের সহ অভিনেত্রী। এই রেনুকাই (Renuka Shahane) ছিলেন শাহরুখ খানের প্রথম অভিনেত্রী।
শাহরুখ খান (Sharukh Khan) যখন ‘ফৌজি’ ধারাবাহিককে অভিনয় করছেন তখন রেনুকা একজন নামী অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন। নামী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ভীষণ বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন শাহরুখ খানের সাথে। সেই বন্ধুত্ব আজও একই ভাবে অটল হয়ে রয়েছে। কিছুদিন আগেই রেনুকা স্বামী আশুতোষ রানাকে (Asutosh Rana) নিয়ে ‘পাঠান’ (Paathan) চলচ্চিত্র দেখতে গিয়েছিলেন, যদিও আশুতোষ রানা নিজেই অভিনয় করেছিলেন পাঠান সিনেমায়।
জানি রাখি, অভিনেতা আশুতোষ রানার সঙ্গে যখন রেনুকার বিয়ে হয় তখন অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। অনেকেই বলেছিলেন, রেনুকা কোনদিন খুশি হতে পারবেন না। যদিও আজ সকলকে মিথ্যা প্রমাণিত করে দুই সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন রেনুকা (Renuka Shahane)।
রেনুকা প্রথম বিয়ে করেছিলেন মারাঠি লেখক তথা পরিচালক বিজয় কেংকরকে (Vijay Kenkar)। ভালোবেসে বিবাহ হলেও সেই বিবাহ বেশি দিন টেকেনি এবং কিছুদিনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিবাহ বিচ্ছেদের কিছু বছর পর হংশাল মেহেতার জয়তে সিনেমাটিতে অভিনয় চলাকালীন আশুতোষ রানার সঙ্গে ঘনিষ্ঠতা শুরু হয় রেনুকার এবং শীঘ্রই তারা বিবাহের সিদ্ধান্ত নেন। আজ আশুতোষ এবং রেনুকা দুজনের সঙ্গে শাহরুখ খানের ভীষণ ভালো সম্পর্ক এবং একে অপরের বাড়িতে মাঝে মাঝেই যাতায়াত করেন তারা।