Skip to content

এবার থেকে বাড়িতে বসেই ঠিক করুন Aadhar card, হেল্পলাইন নম্বরে ফোন করে

আধার কার্ড (Aadhar card) বর্তমানে দেশের নাগরিকত্ব প্রমাণের অতি আবশ্যক ডকুমেন্ট হিসেবে ভূমিকা পালন করে। কিন্তু আধার কার্ডে সকলের প্রায়ই কিছু না কিছু তথ্যের ভুল থাকেই। যেমন ধরুন নাম, জন্মের তারিখ, ঠিকানা ,অভিভাবকের নাম ইত্যাদি ভূল-ত্রূটি থাকে। এসব তথ্যের ত্রুটি সংশোধন করা অত্যন্ত জরুরি। আধার কার্ডে এই সমস্ত তথ্যের সংশোধন করে নিন এখন বাড়িতে বসেই।

Unique identification authority of India অর্থাৎ UIDAI সম্প্রতি টুইট করে একটি ফোন নম্বর দিয়েছে। ফোন নম্বরটি হলো 1947। এই নম্বর ডায়াল করে আপনি বাড়িতে বসেই আধার সংক্রান্ত যেকোন সমস্যার সমাধান করে নিতে পারবেন। আধার কেন্দ্রের না গিয়েই অনলাইনে নিজের নাম এর বানান ,জন্মতারিখ , ঠিকানা বদলাতে অথবা আপডেট করতে পারবেন। কিন্তু যখনই অভিভাবকের নাম সংযুক্ত অথবা আপডেট করতে চান, এবং মোবাইল নম্বর ও email আইডি লিঙ্ক করতে চান তাহলে এগুলো করতে আপনাকে আধার কেন্দ্র যেতে হবে।

Aadhar card

এখন প্রশ্ন হচ্ছে যদি আধার কেন্দ্রে যেতে হয় তাহলে সে ক্ষেত্রে আপনি কি করে আপনার নিকটবর্তী আধার কেন্দ্রের সন্ধান পাবেন। সেই সমস্যার সমাধানও আছে।
নিচের ধাপগুলি অনুসরন করুন ও নিকটবর্তী আধার কেন্দ্রের বিস্তারিত তথ্য জেনে নিন।

প্রথমে https://appointments.uidai.gov.in/EACenterSearch.aspx?value=1 👈 এই লিংকটি ক্লিক করুন। তারপর নিজের রাজ্যের নাম অথবা পিন কোড দিয়ে সার্চ বাটন ক্লিক করে আপনার নিকটবর্তী আধার কেন্দ্রের সম্পূর্ণ তথ্য জেনে নিন।

এ তো গেল আধার আপনার নিকটবর্তী আধার কেন্দ্রের সন্ধানের পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে সে আধার কেন্দ্রে ডাইরেক্ট গেলেই কি আপনার আধার সম্বন্ধিত সব সমস্যার সমাধান হবে? উত্তর হচ্ছে হ্যাঁ হবে কিন্তু তার আগে আপনাকে অ্যাপোয়েন্টমেন্ট বুক করতে হবে। কিভাবে করবেন জেনে নিন।

প্রথমে https://appointments.uidai.gov.in/(X(1)S(eetddb45ihd24s55t3l3yjiq))/bookappointment.aspx?AspxAutoDetectCookieSupport=1

এই লিঙ্কটি ক্লিক করুন। তারপর আপনার ফোন নম্বর দিন। এরপর একটি ক্যাপচা কোড থাকবে সেটি দিয়ে ওটিপি ভেরিফিকেশন করে নিন। তারপর আপনি আধার কার্ডে কি কি সংশোধন অথবা সংযুক্ত করতে চাইছেন সেসব তথ্য দিন এবং অ্যাপোয়েন্টমেন্ট বুক করুন। আধার কেন্দ্রে মাত্র 50 টাকা দিয়েই আধার সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন।