হলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় সিনেমা জুরাসিক ওয়ার্ল্ড আজও সকলের মনে আধিপত্য বিস্তার করে রয়ৈছে। সিনেমাটিতে দেখানো হয়েছিল জুরাসিক পার্ক (Jurassic park) নামক একটি পার্কে ভয়ানক ডায়নোসর প্রাণীরা বসবাস করে এবং দূর দূর থেকে লোকেরা তা দেখতে এসেছে। মূলত সেই সময়কার প্রাণীদের দেখে এবং ডাইনোসরদের দেখে প্রত্যেকে অবাক হয়েছিলেন।
অনেকেই এই সিনেমাটি দেখার পর মনে করেছিলেন যদি বাস্তবে সত্যিই এরকম একটি পার্ক থাকতো তাহলে পরিবারসহ বাচ্চাদের সেই পার্কে নিয়ে গেলে তাদের ভালো লাগতো। এবার সত্যিই বাস্তবে ঠিক এমনই হতে চলেছে। ভারতের মানুষদের জন্য এই বিষয়ে রয়েছে একটি দারুণ সুখবর। কারণ ভারতে তৈরি হতে চলেছে জুরাসিক পার্কের (Jurassic park) সিনেমার মতো এমন একটি পার্ক। চলুন ভারতে তৈরি হয়নি জুরাসিক পার্ক সম্পর্কে বিস্তারিত জেনেনি।
অনেকগুলি প্রতিবেদন অনুসারে জানা গেছে, এই দুর্দান্ত পার্কটি তৈরি হতে চলেছে ২ একর জমির উপর। সুতরাং বোঝাই যাচ্ছে কম জায়গার উপর তৈরি করা এই পার্কে ডাইনোসর গুলি ফিল্মের মতন হাঁটাচলা করবে না বরং দাঁড়িয়ে থাকবে। তবে এগুলি নড়াচড়া করবে এবং অবিকল একদম আসলের মতো দেখতে লাগবে। আর মানুষ সুযোগ পাবে তাদের আশেপাশে ঘুরে মজা করার।
তবে শুধু এটাই নয়। বিবর্তন তত্ত্বের কি কি পরিবর্তন হয়েছে এবং আগে কি ছিল তা সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে। এই উদ্দেশ্যেই তৈরি করা হচ্ছে পার্কটি। এছাড়াও পার্কে ডাইনোসর ছাড়াও প্লাস্টিক এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে আরো অনেক প্রাণী তৈরি করা হবে। এখানে অনেক সরীসৃপ প্রাণী দেখা যাবে। এছাড়াও এখানে দেখা মিলবে আদি মানবের।
খবর শুনতে জানা গেছে, তৈরি হওয়া জুরাসিক পার্ক আপনাকে কোটি বছর পিছনে নিয়ে চলে যাবে। চারিদিকে ঘুরে ঘুরে প্রাণী জগতের বিবর্তন দেখতে পাবেন জন মানুষ। লখনৌউ শহরের একটি বিখ্যাত পার্ক হল জ্ঞানেশ্বর মিশ্র পার্ক (Gnaneshwar Mishra Park)। এই পার্ক থেকে ২ একর জমি কেটেই তৈরি করা হচ্ছে জুরাসিক পার্ক। যা শিশুদের কাছে আনন্দের তো হবে বটেই সাথে, বড়দের এখানে ভীষণ ভালো লাগবে।