Skip to content

মাত্র ১৯৯৯ টাকা দিলেই পেয়ে যাবেন JioPhone Next, কিভাবে করবেন অর্ডার

    Jiophone next,Jio,Jio Phone

    10ই অক্টোবর গণেশ চতুর্থীর দিন লঞ্চ হওয়ার কথা ছিল Jiophone Next। তবে বিশেষ কিছু কারণের জন্য তা লঞ্চ হতে পারেনি। তবে আর কোনো অপেক্ষা নয়। এই দীপাবলিতে অর্থাৎ 4ই নভেম্বর লঞ্চ হচ্ছে Reliance- এর বহু প্রতীক্ষিত জিওফোন নেক্সট (Jiophone Next)। গত শুক্রবার এই সংবাদটি প্রকাশ করেছে গুগল (Google) ও জিও (Jio)। খুশির খবর টি হল মাত্র 1999 টাকা দিলেই আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন এই জিওফোন নেক্সট। বাকি টাকা 18-24 মাসের মধ্যে কোম্পানিকে সহজ কিস্তিতে দিতে হবে।

    Jio phone next

    Reliance- এর তরফ থেকে জানানো হয়েছে যে, এই ফোনটি পুরোপুরিভাবে একটি ভারতে তৈরি প্রোডাক্ট (Made in India)। “দেশের সবার জন্য স্মার্টফোন”- এই চিন্তাধারা থেকেই এই গ্যাজেটের নির্মাণ করা হয়েছে। Google এর সঙ্গে জোট বেঁধে এই স্মার্টফোন আনছে Jio। কোম্পানি পূর্বেই এর “মেকিং ভিডিও” প্রকাশ করেছিল। এবার প্রকাশিত হলো এই ফোনের কিছু বিশেষ বিশেষ ফিচারস-

    ১. ১০ টি ভাষাতে পাবেন বিষয়বস্তু:-

    ফোনের স্ক্রিনে মাত্র একটা ট্যাপ করলেই নিজের পছন্দমত ভাষায় দেখতে পাবেন যা লেখা আছে।

    ২.রিড অ্যালাউড:-

    নিজেরসুবিধামতো যেকোনো টেক্সটকে জোরে পড়ার নির্দেশ ফোনটিকে দিতে পারেন গ্রাহক।

    Jio phone next launch date

    ৩.প্রগতি OS থাকছে ফোনে:-

    প্রগতি কথার অর্থ “প্রগ্রেস”। গুগলের সঙ্গে জোট বেঁধে এই প্রথম এক বিশেষ অপারেটিং সিস্টেম এনেছে জিও। যার নাম দেওয়া হয়েছে “প্রগতি অপারেটিং সিস্টেম”। অ্যান্ড্রয়েড এর সঙ্গে যুক্ত হয়ে দেওয়া হয়েছে এই স্পেশাল অপারেটিং সিস্টেম।

    ৪.ট্রান্সলেট নাও ফিচার:-

    Jio-র এই নতুন ফোনে থাকছে “ট্রান্সলেট নাও ফিচার”। যার সাহায্যে আপনি মোবাইলের স্ক্রিনে দৃশ্যমান কোনো ছবি বা লেখাকে অনুবাদ করে দেখতে পারেন। এই ফিচারটি যে কোন অ্যাপের ক্ষেত্রেই সম্ভব।

    Jiophone Next- এর নতুন মডেলে 2 GB ও 3 GB এর RAM দিতে পারে কোম্পানি। সেই ক্ষেত্রে 16 GB ও 32 GB- এর দুটো ভ্যারিয়েন্ট আনতে পারে কোম্পানি। এর সঙ্গে থাকতে পারে 4G Volte কানেক্টিভিটি। এর সঙ্গে আপনি পেতে পারেন 5.5 ইঞ্চির HD ডিসপ্লে। বিভিন্ন টেক সাইটের রিপোর্ট বলছে, Qualcomm Snapdragon processor চিপসেট দেওয়া হবে Jiophone Next- এ। প্রথম থেকেই অ্যান্ড্রয়েড 11- এর গো এডিশনে চলবে এই ফোন।

    Jio phone next

    Jio-র এই নতুন ফোন কিনতে চাইলে কাছের JioMart Digital retailer-এর কাছে গিয়ে এই ফোনের সম্বন্ধে রেজিস্টার করতে পারবেন।এছাড়াও অনলাইনে http://www.jio.com/next-এ আপনার মোবাইলের প্রতি নিজের আগ্রহের কথা জানাতে পারেন। এ ছাড়াও রয়েছে Whatsapp অপশন। 70182-70182 নম্বরে ‘Hi’ লিখে পাঠালেই প্রতুত্তর পাবেন। লঞ্চের পরে ফোনটি চাইলে আপনি কাছের JioMart Digital থেকে ফোন নিয়ে আসতে পারবেন।

    একবারে টাকা দিয়ে এই ফোন নিতে গেলে আপনার পড়বে মাত্র 6499 টাকা। এছাড়াও আপনি মাত্র 1999 টাকা দিয়েও এই ফোনটি নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 18-24 মাসের মধ্যে সহজ কিস্তিতে কোম্পানিকে বাকি টাকা দিতে হবে। তবে 501 টাকা প্রসেসিং ফি রয়েছে।