চলতি বছরেই আমরা 5G নেটওয়ার্ক চালু হয়ে চলেছে এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পেরেছি। আমরা সকলেই জানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রির (Reliace Industry) একটি অন্যতম শাখা হল রিলায়েন্স জিও (Reliance Jio)।
সবচেয়ে খুশির খবর হল, অক্টোবর থেকেই বাজারে 5G নেটওয়ার্ক শুরু হতে চলেছে। তবে এই নেটওয়ার্কের পরিষেবা এখনো পর্যন্ত সব শহরে নিশ্চিত করে পাওয়া যাবে কিনা তা বলা যাচ্ছে না। তবে যে শহরগুলিতে এই পরিষেবা চালু হয়ে গেছে গ্রাহকরা সেখানে ভালো স্পিড পাচ্ছে নেটওয়ার্কের। তবে 5G এই ইন্টারনেট পরিষেবার সাথে সাথেই গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এলো ( Special Offer For Jio user)। চলুন এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক।
কলকাতা (Kolkata) সহ দিল্লী (Delhi), মুম্বাই (Mumbai) এবং বারাণসিতে (Baranasi) প্রথমবার এই 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হয়েছে। খবর সূত্রে জানা গেছে, আগামী ২০২৩ সাল থেকেই দেশের বিভিন্ন শহরে শুরু হয়ে যাবে এই পরিষেবা। তবে গ্রাহকদের জন্য এবার জিও নিয়ে এল একটি দুর্দান্ত অফার। জিও ওয়েলকাম অফার (Jio Welcome Offer). এই অফারের মধ্যে আপনি আনলিমিটেড 5G নেটওয়ার্কের (Benifits Of Unlimited 5G Network) সুবিধা পেয়ে যাবেন। তবে সকলের জন্য এই অফার নয় কারণ অফারটি পেতে গেলে বেশ কয়েকটি বিষয় থাকা জরুরী।
কিভাবে পাবেন এই জিও ওয়েলকাম অফার?
(How to get this Jio welcome offer?)
এই অফারটি পেতে গেলে আপনাকে প্রথমে লগইন করতে হবে মাই জিও অ্যাপে (My Jio App)। আর যদি প্রথম থেকেই এই অ্যাপটি আপনি লগইন করে (Login) থাকেন তবে সেটা ওপেন করার পর হোম স্ক্রিনে লেখা দেখা যাবে জিও অফারের (Jio Offer)। এই জিও অফারে ক্লিক করার পরই পরবর্তীতে খুলে যাবে। আপনি এই পেজে জিও ট্রু ৫G (Jio True 5G) সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এখান থেকে আপনি অফারটি রেজিস্টার করতে পারবেন। রেজিস্টারটি সম্পন্ন হওয়া মাত্রই ভেরিফিকেশন হয়ে গেলে কোম্পানি তরফ থেকে আপনি অফারটি ব্যবহার করতে পারেন।
যারা এই অফারটির সুযোগ নিয়েছেন তারা বিনামূল্যে, 5g পরিষেবা ব্যবহারের সুবিধা পাচ্ছেন। তবে বেশ কয়েকটি জিনিসের উপরেই এই পরিষেবাটি নির্ভর করছে। ব্যবহারকারীর প্রতি মাসে রিচার্জ এর জন্য ফোন প্ল্যান ব্যবহার করেন অফারটি তার উপর নির্ভর করছে। বিনামূল্যে পরিষেবা পেতে গেলে গ্রাহকদের Jio Sim -এ ২৩৯ টাকা (239 Recharge Plan And More Than Also) থেকে শুরু করে তার চেয়েও বেশি রিচার্জ প্যাক ব্যবহার করতে হবে। এছাড়াও যে সমস্ত শহরে এই 5G পরিষেবা চালু হয়েছে অফারটি একমাত্র সেখানেই প্রযোজ্য।