সারা বাংলা অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) জামাইবাবু বলে ডাকেন কারণ বাংলার মেয়ে জয়া বচ্চনকে বিয়ে করেছিলেন তিনি। শুধু বৈবাহিক সম্পর্কের জন্য নয় বাংলার সঙ্গে বহু বছরের সম্পর্ক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)।
মুম্বাইয়ের পর একমাত্র বাংলাকেই মন থেকে ভালোবাসেন অমিতাভ (Amitabh Bachchan)। জীবনের প্রথম চাকরি তিনি করেছিলেন এই বাংলায়। তবে জয়া ভাদুড়িকে (Jaya Bhaduri) বিয়ে করে একেবারে পাকাপাকিভাবে বাংলার জামাইবাবু হয়ে গিয়েছিলেন বিগ বি (Big B)।
কিন্তু জানেন কি, জয় বচ্চনকে (Jaya Bachchan) বিয়ে করার আগেও অমিতাভ বচ্চনের জীবনে একজন প্রেমিকা ছিলেন? না আমরা কিন্তু রেখার (Rekha) কথা বলছি না। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি বিনোদন দুনিয়ার মানুষ নন তাই এই মানুষটিকে অনেকেই চেনেন না, বলা ভালো কেউই চেনেন না। কলকাতায় এসে প্রথম এই মেয়েটির প্রেমে পড়েছিলেন অমিতাভ? (Amitabh Bachchan) জানেন তিনি কে?
বলিউডে পদার্পণ করার আগে কলকাতায় একটি সংস্থার চাকরি করতেন অমিতাভ বচ্চন এবং চাকরি সূত্রে বেশ কিছুদিন কলকাতায় থাকতে হয়েছিল তাকে। সে সময় এলাহাবাদ থেকে কলকাতায় ওই একই অফিসে চাকরি করতে এসেছিলেন একজন মহিলা যার নাম চন্দা। মারাঠি বংশোদ্ভুত এই মহিলার সঙ্গে কাজ করতে করতে কিছুদিনের মধ্যেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অমিতাভ।
তবে একই কোম্পানিতে চাকরি করলেও থিয়েটার থেকেই বেশি ঘনিষ্ঠতা শুরু হয় অমিতাভ এবং চন্দার মধ্যে। টানা তিন বছর সম্পর্কে ছিলেন অমিতাভ এবং চন্দা (Chanda)। দুজনেই চেয়েছিলেন বিয়ে করতে কিন্তু মাঝপথেই ভেঙ্গে যায় সেই সম্পর্ক। কলকাতা ছেড়ে মুম্বাইতে ফিরে এসে নতুন জীবন শুরু করেন শাহেনশা। অভিনয় শেখেন এবং পদার্পণ করেন বলিউডে। প্রথম প্রথম প্রায় নটা সিনেমা ফ্লপ হওয়ার পর অবশেষে জঞ্জির সিনেমার মাধ্যমে বলিউডে নিজের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছিলেন অমিতাভ বচ্চন।
সিনেমায় অভিনয় করতে করতেই জয়া ভাদুড়ীর (Jaya Bhaduri) সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অমিতাভ এবং ১৯৭৩ সালে বিয়ে করেন তারা। বিয়ের পরেও একবার রেখার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে তুমুল অশান্তি শুরু হয় অমিতাভ বচ্চনের ব্যক্তিগত জীবনে। যদিও আজ সমস্ত অশান্তির অবসান হয়ে গিয়ে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সুখে সংসার করছেন ছেলে মেয়ে নাতি-নাতনিকে নিয়ে। অন্যদিকে রেখার বিবাহ হলেও কিছুদিনের মধ্যেই স্বামী মারা যান এবং তারপর রেখা কোনদিন বিয়ে করেননি। আশ্চর্যজনকভাবে রেখা আজও স্মৃতিতে সিঁদুর পরেন এবং অনেকেই ভাবেন এই সিঁদুর অমিতাভ বচ্চনের জন্য যদিও রেখার বক্তব্য অনুসারে, সিঁদুর পড়লে তাকে দেখতে ভালো লাগে তাই তিনি পড়েন, আর কিছুই নয়।