শীতের মরসুমের অন্তিম সময়। গ্রীষ্মকাল (Summer) শুরু হয়ে গেছে প্রায়। আর গ্রীষ্মের তাপমাত্রা বাড়তেই চারিদিকে শুরু হয়েছে ত্রাহি ত্রাহি রব। বিশেষত কলকাতা তাপমাত্রা দিনে দিনে তীব্র হয়ে উঠছে। ফলে শুধুমাত্র সিলিং ফ্যান গরমের হাত থেকে মুক্তি দিতে ব্যর্থ। যদিও এখন অনেকের ঘরেই সিলিং ফ্যানের বিকল্প হিসেবে রয়েছে AC ও কুলার।
গরমের হাত থেকে স্বস্তির জন্য AC কিংবা কুলার কেনার স্বপ্ন থাকলেই এই আশা পূরণ করতে পারে না সাধারণ মধ্যবিত্ত মানুষেরা। এই অবস্থায় আমরা আপনাকে এমন একটি পণ্য সম্পর্কে জানাতে চলেছে যার দাম শুধুমাত্র সস্তাই নয় সাথে তা পুরো ঘরকে অল্প সময়ের মধ্যে ঠান্ডা করে দিতে পারে। চলুন এই প্রতিবেদনটিতে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রতিবেদনে যে পণ্য দ্রব্যটির কথা বলা হচ্ছে তা মিনি এয়ার কন্ডিশনার (Mini Air Conditioner) বা পোর্টেবল এয়ার কন্ডিশনার (Portable Air Conditioner) নামে পরিচিত। এছাড়াও এই দ্রব্যটিকে ব্যক্তিগত এয়ার কন্ডিশনারও (Personal Air conditioner) বলা যেতে পারে। উল্লেখ্য বিষয়, এই দ্রব্যটির নাম Mini Cooli। এয়ার কন্ডিশনারটি দেখতে পাওয়ার ব্যাংক-এর মত ছোট এবং এটি যে কোন জায়গায় সহজে বহন করে নিয়ে যাওয়া যাবে। এই ছোট্ট মিনি এসি কয়েক মুহূর্তে আপনার কর্মক্ষেত্র বা সম্পূর্ণ ঘর ঠান্ডা করে দিতে পারে।
এই পোর্টেবল এয়ার কন্ডিশনারটির (Portable Air Conditioner) বাজারগত মূল্য ৩৫২৪ টাকা, কিন্তু Amazon থেকে এয়ার কন্ডিশনারটি ৪৫ শতাংশ ছাড়ে মাত্র ১৯৪৯ টাকায় কেনা যাবে। এছাড়াও কন্ডিশনারটি আপনি ইউএসবি (USB) কেবলের সাহায্যে চালাতে পারেন।
শুধু তাই নয় এটা সরাসরি ল্যাপটপ বা পাওয়ার থেকেও অ্যাক্সেস করা সম্ভব। সাথে একটি স্ট্যান্ডও পেয়ে যাবেন আপনি। বিশেষ বিষয়টি হল স্ট্যান্ডের সাহায্য আপনি এই মিনি এয়ার কন্ডিশনারটি (Mini Air Conditioner) যেখানে খুশি সামঞ্জস্য করতে পারেন। অর্থাৎ নিজের ইচ্ছামতো এডজাস্ট করে নিলেই মুহূর্তের মধ্যেই ঘর ঠান্ডা হয়ে যাবে এবং তীব্র গরমের হাত থেকে মুক্তি পাবেন আপনি।