মহাকাশ অভিযানে মানুষ প্রতিদিনই নতুন নতুন গবেষণা করছে ও উপলব্ধি অর্জন করছে। আমাদের দেশ ভারত বর্ষ খুব শীঘ্রই মহাকাশ অভিযানে পাড়ি দেবে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ISRO (Indian space research organisation)-র Lower Earth Orbit মানুষের মহাকাশ অভিযান সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে মহাকাশ পর্যটনের দিকে বিকাশের প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
যদিও মহাকাশ পর্যটন অত্যন্ত ব্যয়বহুল। চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকান কোম্পানি আক্সিওম স্পেস টিন ব্যবসায়ীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISI) পাঠিয়েছিলেন। মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, একজন যাত্রীর কাছ থেকে প্রায় 420 কোটি টাকা খরচ হয়েছিল। আমেরিকান মহাকাশ সংস্থাগুলি নাসার সহযোগিতায় এই গবেষণায় অব্যাহত রয়েছে। তার মধ্যে রয়েছে Axiom Space ও SpaceX-এর মতো বড় বড় সংস্থা।
এক প্রশ্নের উত্তরে, জিতেন্দ্র সিং বলেছেন, অনুমোদন কেন্দ্র ও জাতীয় মহাকাশ প্রচার মহাকাশ অভিযানের অন্তর্ভুক্তি সহ এই ক্রিয়াকলাপে অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং আরোও বলেন, ISRO এর মহাকাশ ক্রিয়াকলাপের বিভিন্ন অংশে প্রায় 61 টি দেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলেছে।এছাড়া তিনি অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন মহাকাশ অভিযান প্রক্রিয়াটি বেসরকারি মহাকাশ সংস্থা এই ক্রিয়াকলাপকে গাইড করবে।
সরকারের তরফ থেকে জানানো হচ্ছে আগামী বছর এ ভারতের মহাকাশ গবেষণা সংস্থা এর মাধ্যমে মহাকাশের মানুষ পাঠানোর অভিযানে সফলতা অর্জন করবে।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এর বক্তব্য, আগামী বছর ISRO-র মিশন অভিযানের অধীনে ভারতীয় দু-জন মহাকাশচারীকে এই মিশন অভিযানে পাঠানো হবে। এবং চলতি বছরের শেষের দিকে দুটি ট্রায়াল অনুষ্ঠিত হবে।
এই দুটি ট্রায়াল সফলভাবে সম্পন্ন হলেই ভারত আগামী বছর মহাকাশে পাড়ি দেবে। প্রথম পরীক্ষায় মানুষ ছাড়াই যানটিকে মহাকাশে পাঠানো হবে। যেখানে এই রোবটটির নাম দেয়া হয়েছে ‘ব্যামিত্র’। রোবটের মাধ্যমেই পরীক্ষা সফল হলেই তারপর মনুষ্য মহাকাশচারীদের মহাকাশে পাঠানোর কাজ শুরু করে দেওয়া হবে।