Skip to content

ইশা আম্বানি নাকি করণ জোহর, কার উপহার ছিল সবার সেরা? কি গিফট পেলেন সিদ্ধার্থ কিয়ারা

    img 20230217 214642

    সাধারণ মানুষ সেলিব্রিটিদের যাবতীয় বিষয় সম্বন্ধে জানতে বরাবরই আগ্রহী হয়ে থাকে। তেমনই সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিয়ারা এবং সিদ্ধার্থ (Siddharth and Kiara)। এই দম্পতির বিবাহের (Siddharth-Kiara Wedding) ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন অনুরাগীরা।

    Sidharth, Kiara

    এই দুই অভিনেতা অভিনেত্রী তাদের পরিবারসহ কাছের কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে আয়োজন করেছিলেন একটি সুন্দর বিয়ের অনুষ্ঠানের। বিয়ের কিছুদিন পর তারা মুম্বাইতে মহা সমারোহের সঙ্গে তাদের রিসেপশনও সেরে ফেলেছেন।

    Kiara Advani Sidharth Malhotra

    এই দুই দম্পতির (Siddharth-Kiara) বিয়ের জল্পনা নিয়ে যেমন দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে, তেমনই তাদের বিয়ের পর থেকেই জনসাধারণের তাদের নিয়ে আলোচনা শেষ নেই। তাদের বিয়ের ছবি শেয়ার হওয়া মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল। সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে অনুরাগীরা তাদের বিয়ের ছবি সংরক্ষিত করে স্ট্যাটাস দিচ্ছিল তাদের ওয়ালে। এমনকি নিউজ চ্যানেলগুলো সিদ-কিয়ারাকে অভিনন্দন জানিয়েছিল।

    Sidharth Malhotra kiara Advani

     

    বর্তমানে সোশ্যাল মিডিয়ার যেকোনও প্ল্যাটফর্ম থেকে শুরু করে খবরের শিরোনামে পর্যন্ত তাঁদের বিয়ের সাজসজ্জা, পোশাক, অলংকার সবকিছু নিয়েই চর্চা চলছে। তবে এসবের মধ্যে নতুন চর্চার বিষয় হল কি কি উপহার পেয়েছে সিদ্ধার্থ-কিয়ারা? কে দিয়েছে সবচেয়ে মূল্যবান উপহার? কারণ তাদের রিসেপশনে ও বিয়েতে বলিউডের বড় বড় সুপারস্টাররা উপস্থিত ছিলেন। এবার আসুন প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেলিব্রেটিরা কি কি উপহার দিয়েছেন এই দম্পতি?

    Kiara Advani

    এই দম্পতির বিয়েতে সবচেয়ে সেরা উপহার দিয়েছেন করণ জোহর (Karan Johar) এবং ইশা আম্বানির (Isha Ambani)। পরিচালক করণ জোহার পরিচালিত ‘শেরশাহ’ (Shersha) চলচ্চিত্রে এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি দর্শকরা সবচেয়ে বেশি পছন্দ করেছিলেন। করণ জোহারের কাছে এই দম্পতি খুবই স্পেশাল। তাই করণ তাদের একটি বিশেষ দামি উপহার দিয়েছেন।

    Isha Ambani

    এছাড়াও ধারণা করা যাচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) কন্যা ইশা আম্বানির কিয়ারার (Kiara Advani) ছোটবেলার প্রিয় বান্ধবী হওয়ায় তার দেওয়া উপহারও বেশ স্পেশালই হবে। তাই এই দম্পতিকে একটি সেগমেন্টের প্রচারের মুখ করার পাশাপাশি রিলায়েন্স ট্রেন্ড ফুটওয়ার সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ হওয়ার প্রস্তাব দিয়েছেন ইশা আম্বানি (Isha Ambani)।

    Karan Johar

    অপরদিকে পরিচালক কারন জোহার (Karan Johar) জানিয়েছেন, তার পরিচালিত পরবর্তী তিন তিনটি সিনেমাতে এই দুই দম্পতিকে একসঙ্গে দেখা যাবে এমনটাই তার পরিকল্পনা। ধারণা করা যাচ্ছে, আলিয়া এবং বরুণের মত করে, এই জুটিকে দিয়েও একটি রোমান্টিক চলচ্চিত্র তৈরি করা হতে পারে।