Skip to content

নদীতে পয়সা ফেলে অনেকেই করেন প্রণাম! কিন্তু আপনারা কেউই জানেন না এর পেছনের আসল বৈজ্ঞানিক কারণ!

শুধু আমাদের দেশ ভারতে নয় এমনকি বিদেশেও নদীর জলে খুচরো পয়সা ফেলে প্রার্থনা করার অথবা কোন কিছু মন কামনা করার চল আছে। সকলের ধারণা এমন করার ফলে সত্যিই মনের সুপ্ত বাসনা পূর্ণ হয়। আবার কেউ কেউ মনে করেন নদীর জলে খুচরো পয়সা ফেললে জীবনে সৌভাগ্য ফিরে আসতে পারে।

Coin

তবে যুক্তিসম্মত ব্যক্তিদের মতে এই ব্যাপারটি নিছকই একটি কুসংস্কার। কিন্তু আপনি কি জানেন সত্যি নদীতে খুচরো পয়সা ফেলার প্রচলনের পিছনে একটি বড় বৈজ্ঞানিক রহস্য রয়েছে (Reason behind Why people throw coins on river or water)। আসুন আজকের এই প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জেনেনি।

Coins

ভারত বরাবরই নদীমাতৃক দেশ এবং এই দেশে সবচেয়ে বেশি চাষাবাদ হয়। তাই জল সেচের প্রয়োজন থেকে গেছে প্রাচীন কাল থেকেই। তাই জলের প্রধান উৎস পাওয়া যেত নদী থেকেই। মানব শরীরে তামা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাতু, তাই জলের মাধ্যমে আমাদের শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে তামার সংস্পর্শে আসতে পারে তাই পূর্বপুরুষরা এই প্রথা চালু করেছিল।

Coins in water

সেই থেকে যুগ যুগ ধরে এই প্রথার প্রচলন রয়েছে। তবে বর্তমানে এই প্রচলনের বাইরে বেরিয়েও গুডলাক, মনকামণা পূরণ বা জীবনে সৌভাগ্য আসার মতো কুসংস্কার গুলো যুক্ত হয়েছে। তবে আসলেই নদীর জলে খুচরো পয়সা ফেলার পিছনে রয়েছে একটি বৈজ্ঞানিক কারণ।