ঋষভ পন্থ (Rishabh Panth)
গত ৩০শে ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় একটি দুর্ঘটনার সম্মুখীন হন। দুর্ঘটনা স্বরূপ জলস্ত আগুনে পুড়ে যাওয়া গাড়ি থেকে কোনক্রমে তাকে প্রাণে বাঁচানো হয়। ভারতীয় এই দুর্দান্ত উইকেট কিপারের প্রথমে দেরহাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয়। ফলে আবারও খেলার মাঠে ফিরতে তার অনেকটা সময় লাগবে।
শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)
কলকাতা নাইট রাইডার্সের (KKR Captain) অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) পিঠের চোটের জন্য আইপিএল থেকেই ছিটকে যেতে পারেন। এর ফলে সম্পূর্ণ KKR খেলার দলেই একটি বড় ধাক্কা আসতে চলেছে। তবে শুধু কেকেআর নয়, শ্রেয়সের (Shreyas Iyer) পিঠের চোটের জন্য রোহিত শর্মার দ্বারা গঠিত টিম ইন্ডিয়াও ভুগতে পারে। এই মুহূর্তে শ্রেয়সের সুস্থ হয়ে ওঠার জন্য অস্ত্রোপচার করা জরুরি। আর এটাই হলে আগামী পাঁচ মাসের মধ্যে এই খেলোয়াড়ের মাঠে ফেরার সম্ভব নয়। এর আগেও তিনি দিল্লি ক্যাপিটলসের হয়ে খেলার সময় কাঁধে চোট পেয়েছিলেন। যার জন্য শ্রেয়সের কেরিয়ার অনেকটা থমকে গিয়েছিল।
জসপ্রীত বুমরা (Jaspreet Bumrah)
বুমরা (Jaspreet Bumrah) ২০২২-এর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন। এরপর তাকে আর কোনো ম্যাচে খেলতে দেখা যায়নি। যদিও গত বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা গিয়েছিল, কিন্তু আবারও তিনি চোট পান। এবার তার শরীরের ভেতর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। জানা গেছে এই অবস্থায় ৬ মাস তিনি মাঠ থেকে দূরে থাকবেন।
প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)
অনেক ক্রিকেটাররা খারাপভাবে চোট পেয়েছেন। তাই সকলেই এক এক করে মাঠ থেকে দূরে আছেন। সেই তালিকায় নাম রয়েছে খেলোয়াড় প্রসিদ্ধ কৃষ্ণা’র (Prasidh Krishna)। সেই জন্য এই দুর্দান্ত বোলার আইপিএল থেকে ছিটকে গেলেন। আপাতত বেশ কয়েক মাস তিনি খেলার মাঠ থেকে দূরে থাকবেন।
লকি ফার্গুসন (Lockie Ferguson)
আইপিএল শুরু হওয়ার আগেই ২০২৩এ একের পর এক দুঃসংবাদ কেকেআর টিমের (KKR) জন্য। এই দলের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে শ্রেয়সের পর এবার চোট পেলেন লকি ফার্গুসন (Lockie Ferguson)। শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামতে পারবেনা এই খেলোয়াড়। বেশ কিছুদিন ধরেই লকি (Lockie) হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। কলকাতা নাইট রাইডারের হয়ে বর্তমানে খেলতে পারবেন না নেই খেলোয়াড় এমনটাই জানা গেছে।
জনি বেয়ারস্টো (Jonny Bairstow)
২০২২ সালে গল্ফ খেলতে গিয়ে পা ভেঙে ফেলেন এই খেলোয়াড়। তারপর অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় ধরে মাঠে ফেরেননি তিনি (Jonny Bairstow)। ২০২৩ সালের ১৬ই জুন শুরু হতে চলেছে অ্যাসেজ সিরিজ। সুস্থ হয়ে যাতে এই সিরিজে নামতে পারেন বিয়ারস্টো (Jonny Bairstow), তাই ইসিবির পক্ষ থেকে আইপিএলে খেলার এনওসি দেওয়া হয়নি তাকে।
কাইল জেমিসন (Kyle Jamieson)
প্রায় তিন থেকে চার মাসের জন্য বাইশ গজের বাইরে ছিটকে গেলেন দুর্দান্ত একজন খেলোয়াড় কাইল জেমিসন (Kyle Jamieson), কারণ পিঠে তাকে অস্ত্রোপচার করতেই হবে। কথা ছিল যে পিঠের স্ট্রেস ফ্র্যাকচার কাটিয়ে উঠেই জেমিসন ইংল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মাঙ্গানুইতে দলের হয়ে প্রথম টেস্ট খেলবে। তবে ফের চোট পাওয়ার কারণে আবারও টেস্ট সিরিজ থেকে ছিটকে যান কাইল (Kyle Jamieson)। চলতি আইপিএল ম্যাচে এই খেলোয়াড়কে দেখা যাবে না।
উইল জ্যাকস (Will Jacks)
ইংল্যান্ডের অলরাউন্ড প্লেয়ার উইল জ্যাকস (Will Jacks) পেশীতে চোটের জন্য আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন তিনি। এই কারণে আসন্ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। ইংল্যান্ডের এই ক্রিকেটারের বদলে দেখা যেতে চলেছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে (Mitchell Bracewell)।
ঝাই রিচার্ডসন (Jhai Richardson)
অস্ট্রেলিয়ার দুর্দান্ত বোলার ঝাই রিচার্ডসন (Jhai Richardson) বিগ ব্যাশ লিগে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তাই ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে খেলতে দেখা যায়নি এই খেলোয়াড়কে। এখনও তার চোট সারেনি। এই খেলোয়াড় পেসার সুইংটা ভালো পারেন, সাথে দলের প্রয়োজনে লোয়ার অর্ডারে ভালো ব্যাটিংও করতে পারেন। এমনিতেই চলতি বছরে আইপিএল-এ জসপ্রীত বুমরাকে (Jaspreet Bumrah) পাচ্ছে না মুম্বাই, তার মধ্যে রিচার্ডসনও খেলতে পারবেন না।
মহসিন খান (Mahsin Khan)
এই মহসিন খান (Mahsin Khan) নামের বাম হাতে খেলা ক্রিকেটার গত আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন। মোট ৯টি ম্যাচে ১৪ টি উইকেট নিয়েছিলেন তিনি। তবে কাঁধের চোটের জন্য এবারের আইপিএল-এ থাকবেন না তিনি।
মুকেশ চৌধুরী (Mukesh Chowdhury)
গতবার ১৩ ম্যাচে ১৬টি উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন বাম হাতি বোলার মুকেশ চৌধুরী (Mukesh Chowdhury)। তবে পিঠে অতিরিক্ত চোট পাওয়ার কারণে এইবার মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামতে পারবেন না এই ক্রিকেটার। নিজেকে সুস্থ করে তোলার জন্য এই তরুণ খেলোয়াড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন।