Skip to content

শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন? টাটার এই শেয়ারে ইনভেস্ট করলে পাবেন দুর্দান্ত রিটার্ন!

    img 20221117 163721

    নিজের জমানো অর্থ দ্বিগুণ করার স্বপ্ন সকলেই দেখেন, তবে বাস্তবে কোনও শেয়ারের (Share Market) উপর ভরসা করতে ভয় পান সকলেই। তবে এবার আপনি এই স্বপ্নটি নিশ্চিন্তে সফল করতে পারেন। এই জন্য আপনাকে ভরসা করতে হবে বেশ কয়েকটি শেয়ারের উপর এবং এর ফলে আপনি খুব দ্রুত ধনী হতে পারবেন। যদিও গত কয়েক মাস ধরে দরপতন চলছে শেয়ার বাজারে। তবুও বেশ কিছু শেয়ার আছে যেখানে টাকা বিনিয়োগ করলে আপনার স্বপ্ন পূরণ হবে।

    Tata group

     

    এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে টাটা গ্রুপের (Tata Group) নাম, যে কোম্পানিতে নির্ভয়ে শেয়ারে টাকা বিনিয়োগ করা যায় এবং সময়ের মেয়াদে বিনিয়োগকারীদের অর্থ দ্বিগুণ হয়ে ওঠে (Investors’ money doubles over a period of time)। তবে চলুন জেনে নেওয়া যাক টাটা গ্রুপের শেয়ারগুলো সম্পর্কে। ভারতের সবচেয়ে বড় কোম্পানি হল টাটা গ্রুপ। এদের অন্তর্গত বেশ কয়েকটি শেয়ারে প্রতিদিন অনেক বিনিয়োগকারী ক্রয় বিক্রয় করেন।

    Share up down

     

    বাজারে শেয়ার মার্কেটের উত্তান-পতন হয় এবং আপনি সেখান থেকে যদি লাভের সন্ধান করেন তাহলে টাটা গ্রুপের তিনটি কোম্পানি খুবই সুবিধাজনক। সেগুলি হল – ট্রেন্ট (Trent), টিসিএস (TCS) এবং টাটা স্টিল (Tata Steel)। এই শেয়ারগুলিতে ভালো পরিমাণে রিটার্ন পাওয়া যায়। দেশের বৃহত্তম আইটি কোম্পানী টিসিএসকে কেনার সুপারিশ করেছে ব্রোকারেজ হাউস মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস (Brokerage House Motilal Oswal Financial Services)। এই কোম্পানির শেয়ারে লক্ষ্য রয়েছে ৩৮৭০ টাকা।

    এই শেয়ারের মাধ্যমে আপনি সময় মতো ১৬ শতাংশেরও বেশি রিটার্ন পেতে পারেন। সেপ্টেম্বর মাসে ত্রৈমাসিকের ফলাফল ভালো ছিল না। টিসিএসের মুনাফা বেড়েছিল ৮ শতাংশ যার বর্তমান মূল্য ১০,৪৩১ কোটি টাকা হয়েছে। তবে গবেষকদের মতে ৩৯ জনের মধ্যে ১৯ জনই টিসিএসের শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।

    Tata Steel

    টাটা স্টিলের কেনার মতামত দিয়েছেন মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস।  ব্রোকারেজ হাউসটির টাটা স্টিলের স্বল্প মেয়াদের জন্য লক্ষ ১১৫ টাকা, যেখানে স্টপ লসের পরিমাণ ১০৫ টাকা। ১৩ জন পরামর্শ দিয়েছেন এই শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ করার।