রাষ্ট্রীয় মালিকনাধীন কোল ইন্ডিয়া লিমিটেড (CIL) গত ৬ মাসে রিটার্ন দিয়েছে ৫০ শতাংশ। এই মাসগুলোয় ১৫০ থেকে ২২০ টাকা হয়েছে কোম্পানির শেয়ারের দাম। বিশেষজ্ঞদের মতে, ৪০ শতাংশ শেয়ার বেড়েছে এই সরকারি কোম্পানির (Goverment Company)। চলুন এই প্রতিবেদনটিতে শেয়ার সম্বন্ধে যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
আইসিআইসিআই (ICICI) কোল ইন্ডিয়া শেয়ারের জন্য ২৯৪ টাকার লক্ষ দিয়েছে ……
জুন মাসে ২০২২ এ এই কোল ইন্ডিয়া লিমিটেডের ত্রৈমাসিক বৃদ্ধি পেয়েছে ৮ হাজার ৩৩০ কোটি টাকা, যা ১৭৯ শতাংশ। ঠিক সেই সময়েই ৩৯ শতাংশ কোম্পানির আয় বেড়ে গিয়েছে। বর্তমানে যা ৩৫০৯২ কোটি টাকা। শেয়ারের জন্য ২৯৪ টাকা লক্ষ দিয়েছে দেশীয় ব্রোকারেজ হাউস আইসিআইসিআই (ICICI) ।
কোম্পানির শেয়ারের দাম বর্তমান স্তর থেকে আরও বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ। ৮ শতাংশ কোম্পানির লভ্যাংশ। কোল ইন্ডিয়ার বেশ ভালো পারফরম্যান্স রয়েছে দেশীয় কয়লার চাহিদার বৃদ্ধির উপর এবং আর্ন্তজাতিক কয়লার দামও বেশ উচ্চ।
(ডিসক্লেইমর – এখানে শুধুমাত্র স্টকের পারফরম্যান্স দেওয়া হয়েছে। এটি কিন্তু কোন পরামর্শ নয় বিনিয়োগের। তাই স্টক মার্কেটে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার আগে অবশ্যই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে নেবেন।)