Skip to content

 ভারতের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ, যেখানে অতিথিদের জন্য ছিল ১৫টি হেলিকপ্টার, ২০০০ ক্যাব! কনের গয়না ৯০ কোটি টাকার

img 20230324 114625

প্রত্যেক বাবা-মায়ের সবচেয়ে মূল্যবান স্বপ্ন হলো তার কন্যাকে ধুমধাম করে বিবাহ দেওয়া। মেয়ের বিয়ের সবচেয়ে বড় খরচ ব্যয় করার জন্য বাবা-মা শুধু নিজেদের স্বপ্নগুলোই ত্যাগ দেয় তা নয়, সাথে তারা সব জায়গা থেকে টাকাও সঞ্চয় করেন।

Marriage ceremony

কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কর্ণাটক সরকারের প্রাক্তন বিজেপি মন্ত্রী জনার্ধন রেড্ডি (Former Karnataka Minister Janardhan Reddy) তার মেয়ের বিয়েতে খরচ করেছিলেন ৫০০ কোটি টাকা।  সেই জাকজমকপূর্ণ বিয়ের কথা আজও কেউ ভোলেনি। কারণ এই বিয়ের প্রতিটা পর্বে রাজকীয় ব্যবস্থা ছিল।

Brahmani Reddy

আজ থেকে সাত বছর আগে কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জনার্ধন রেড্ডির (Former Karnataka Minister Janardhan Reddy) মেয়ে ব্রাহ্মণী’র (Brahmani Reddy) বিয়ে সম্পন্ন হয়েছিল। জনগণ আজও সেই রাজকীয় বিয়েকে মনে রেখেছে কারণ এই বিয়ের আচার নিয়ম থেকে শুরু করে যাবতীয় সবকিছুই আর পাঁচটি সাধারণ বিয়ের মত হয়নি।

Brahmani Reddy weeding

শুধু রাজ্যে নয়, গোটা দেশ-বিদেশেও এই বিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল। কারণ এই বিয়ে এত কোটি কোটি টাকা খরচ হয়েছিল যে সেই নোটের হিসাব কেউ রাখতে পারেনি। শুনলে অবিশ্বাস্য লাগবে, শুধুমাত্র কনের গাড়ির দাম ছিল ১৭ কোটি টাকা।

Weeding

 

বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে ব্রাহ্মণী রেড্ডি যে গয়না পড়েছিলেন, তার সম্পূর্ণ দাম ছিল ৯০ কোটি টাকা। এমন রাজকীয় বিয়ে সারাদেশে আগে কোনদিন ঘটেনি। ব্রাহ্মণীর (Brahmani Reddy) বিয়ে হয়েছিল ৬ই নভেম্বর ২০১৬ সালে। ঘটনাটি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সাংসদই এই নিয়ে প্রশ্ন উঠেছিল এবং উত্তর চাওয়া হয়েছিল। বিজেপির বিরোধী দলগুলোও এই বিষয়টি নিয়ে ইস্যু স্থাপন করেছিল।

Brahmani Reddy husband

 

তবে এই বিয়ের নোটবন্দির পরে দেখা গিয়েছিল। কংগ্রেস সহ বিজেপির সমস্ত বিরোধীদল গুলি ৫০০ কোটি টাকা কোথা থেকে পেলেন এই বিষয়ে প্রশ্ন করেছিল। কারণ জনার্ধন রেড্ডি কর্ণাটকের বিজেপি সরকারে মন্ত্রী ছিলেন। তবে তখন সেই বিষয়ে কোনো বিস্তারিত উত্তর পাওয়া যায়নি।

Brahmani Reddy

 

একটি অনুমান অনুযায়ী, এই রাজকীয় বিয়েতে উপস্থিত ছিলেন ৫০,০০০ এরও বেশি অতিথি। এতজন অতিথিদের জন্য বিয়ের কার্ড হিসেবে এলসিডি স্ক্রিন প্লেয়িং কার্ড প্রস্তুত করা হয়েছিল। স্ক্রিনে রেড্ডি পরিবারের চিত্রিত একটি গান বেজে উঠেছিল। ভিডিওতে দেখা যাচ্ছিল পরিবারের প্রতিটি সদস্য অতিথিদের বিয়েতে আসার আমন্ত্রণ জানাচ্ছিলেন। এই রাজকীয় বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বেঙ্গালুরু প্যালেস গ্রাউন্ডে।

Brahmani Reddy weeding

বিয়েতে আগত অতিথিদের ৪০টি বিলাসবহুল গাড়ির করে ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল এবং খাওয়ার জায়গাটি বেল্লারি গ্রামের নকশা করা হয়েছিল। অতিথিদের পরিবহনের জন্য ব্যবহার করা হল ২০০০টি ক্যাব এবং ১৫টি হেলিকপ্টার। বেঙ্গালুরুতে অতিথিদের জন্য মোট ১৫০০ রুম বুক করেছিল এবং নিরাপত্তা কর্মীর সংখ্যা ছিল ৩০০০ -এর বেশি।