আপনারা হয়তো অনেকেই জানেন না আমাদের দেশ ভারত বিশ্বের সপ্তম প্রাচীনতম দেশ (India is the 7th oldest country in the world)। এই তথ্য জানা গেছে সম্প্রতি প্রকাশ পাওয়া ওয়ার্ল্ড পপুলেশন রিভিউর তালিকা (List of World Population Review) থেকে। সেখানে দেখা গেছে ভারতের প্রাচীনতম সরকার ছিলেন খ্রিস্টপূর্বাব্দে ২০০০ কালের সময় থেকে।
পশ্চিমের দেশগুলি সর্বদাই ভারতের সংস্কৃতি তথা রীতিনীতি সবকিছুর প্রতি বেশ উদাসীন। পশ্চিমের দেশগুলির কাছে ভারত সবসময়ই নিচু এবং অনুন্নত একটি দেশ। ভারতের ঐতিহাসিক বিষয়ের গুরুত্বপূর্ণ কতখানি তা আজও তাদের কাছে সম্পূর্ণভাবে জানা নেই। তবে এবার এই চিন্তা ভাবনায় বেশ পরিবর্তন এসেছে এবং সূচি তালিকা অনুযায়ী দেখা গেছে, পৃথিবীর সর্ব প্রাচীনতম দেশ হলো ইরান (Iran is the oldest country in the world) যা প্রতিষ্ঠিত হয়েছিল ৩২০০ খ্রিস্টপূর্বাব্দের সময় থেকে।
ভারত যে বিশ্বের সপ্তম প্রাচীনতম দেশ, তা জানা গেছে এই প্রকাশিত তালিকার মাধ্যমেই। এছাড়াও আরও অনেক দেশের নাম রয়েছে এই তালিকায়। চলুন জেনে নেওয়া যাক। এই তালিকা শুধু ভারত (India) বা ইরানের (Iran) নাম নেই এছাড়াও রয়েছে আরও অনেক দেশ ……
১) ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত প্রথম দেশ ইরান।
২) ৩১০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত দ্বিতীয় স্থান মিশর।
৩) ২৮৭৯ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত ভিয়েতনাম।
৪) ২৪৯২ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত আর্মেনিয়া
৫) ২৩৩৩ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত উত্তর কোরিয়া
৬) ২০৭০ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত চিন
৭) ২০০০ খ্রিস্টপূর্বাব্দ প্রতিষ্ঠিত ভারত
এখানেই শেষ নয়, এছাড়াও ভারতের পরে অষ্টম (৮) স্থানে রয়েছে জর্জিয়া (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ), নবম (৯) স্থানে ইজরায়েল (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ) এবং দশম (১০) স্থানে সুদান (১০৭০ খ্রিস্টপূর্বাব্দ)।
এছাড়াও সার্বভৌমত্বের নিরিখে যেসব দেশ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে সেই দেশগুলি হল জাপান, চীন, সানমেরিনো, ফ্রান্স, অস্ট্রিয়া।