বেশ কিছুদিন আগেই মোদি সরকার হাইড্রোজেন ট্রেন নিয়ে বড়সড় ঘোষনা করেছে। সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার জন্য চলতি বছরেই হাইড্রোজেন ট্রেন চালানোর সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে মোদি সরকার। আগামী ডিসেম্বর থেকেই চালু হতে পারে এই ট্রেন। বিভিন্ন প্রতিবেদন অনুসারে জানা গেছে, এই ট্রেন বাংলাতে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ভারতের অর্থনৈতিক জোড় সব থেকে বেশি দেওয়া হয়েছে গ্রিন এনার্জির ওপর। আর সেক্ষেত্রে ধোঁয়াহীন হাইড্রোজেন ট্রেনই পালন করতে চলেছে উল্লেখযোগ্য ভূমিকা। এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলিকে দেখা যাবে দেশের সমস্ত পুরাতন ট্র্যাকগুলোতে, অর্থাৎ যেখানে স্টিম ইঞ্জিন চালানো হয় সেখানে। এই ট্রেন চলাচলের সাফল্যতা পেলে তবে ভারত হবে বিশ্বের তৃতীয় দেশ যারা এরকম ট্রেন চালাচ্ছে।
এই উল্লেখযোগ্য দুই তালিকার একদম শীর্ষস্থানে রয়েছে জার্মানি এবং দ্বিতীয় স্থানে রয়েছে চীন। এই কারণেই এই বছর অর্থাৎ ২০২৩ সালেই সরকার চিন্তা ভাবনা করছে এই ট্রেন চালু করার। রেল যে পরিকল্পনা করেছে তার তরফ থেকে জানা গেছে এই ট্রেন চালানো হবে বিভিন্ন হেরিটেজ সাইটে। যেমন – দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা শিমলা রেলওয়ে-সহ আরও বিভিন্ন ন্যারো গেজ রেলপথে।
এর আগে দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই রেলগুলি “গো গ্রিন” কর্মসূচি নিয়েছে তা চালু হবে সবার আগে হেরিটেজ রুটগুলিতে।” সবচেয়ে বড় ব্যাপার হলো হাইড্রোজেন ট্রেনে ইলেক্ট্রিক অথবা ডিজেল চালিত ইঞ্জিনের থেকে কম খরচ হবে।