তীব্র গরমে ঠান্ডা কোন জায়গায় ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর যদি ট্রেনে করে ঘুরতে যাওয়া হয়, তাহলে সমস্ত মনোরম দৃশ্য দেখতে দেখতে ভ্রমন ছাড়া যেতে পারে। বিশেষত চলতি বছরে আইআরসিটি অতিরিক্ত প্রায় ৪৫টি ট্রেন চালু করেছে এবং প্রতিদিনই খবর সূত্রে জানা যাচ্ছে গ্রাহকদের সুবিধা ভোগের কথা মাথায় রেখে অনেক রকম সুযোগ-সুবিধা চালু করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো কোচ।
আইআরসিটির তরফ থেকে এই বিশেষ কোচের নাম ঠিক করা হয়েছে। নাম হল ‘ভিস্তাডোম’ (Vistadome)। এই কোচটি দেখতে একদমই অন্যরকম। পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি। এই বিশেষ কোচের ব্যবস্থা করা হয়েছে পাহাড়ি অঞ্চল দিয়ে ট্রেন যাওয়ার সময় যাত্রীরা যাতে কাঁচ দিয়ে দেখে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। এছাড়াও রয়েছে ওয়াইফাই ব্যবস্থা। অত্যন্ত আরামদায়ক সিটগুলি। এই তিনটি জায়গায় কোচের সুবিধা পাওয়া যেতে পারে।
১) পাতালপানি জলপ্রপাত – এই জলপ্রপাত অবস্থিত মধ্যপ্রদেশে। জায়গাটি অত্যন্ত সুন্দর। কোচে করে মধ্যপ্রদেশ থেকে ভিস্তাডোম পর্যন্ত এই মনোরম জায়গাটিতে ঘুরে আসতে পারেন। এই জায়গায় ভ্রমণ করার সময় আপনি যদি দূরবীন রাখেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে।
২) ঘুম – এই ঘুম শহরটি অবস্থিত দার্জিলিং এর কাছে। শহরটি খুবই ছোট এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অবস্থান করে। নিউ জলপাইগুড়ি থেকে ভিস্তাডোম কোচে করে তাই দেড় ঘন্টা মতো লাগে এই ঘুম শহরে পৌঁছতে। শহরটি অত্যন্ত সুন্দর এবং সবুজ প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ। এই মনোরম দৃশ্য যে কোন মানুষের মনকে কয়েক মুহূর্তে সতেজ করে তুলবে।
৩) জিরো ভ্যালি – জিরো ভ্যালি অরুণাচল প্রদেশে অবস্থিত লোয়ার সুরানসিরির জেলার ছোট পাহাড়ি অঞ্চল। এই শহরটিও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অবস্থান করে। এই সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে হলে সফর করতে হবে ভিস্তাডোম কোচে করে।