তারকাদের যাবতীয় বিষয় সম্পর্কে জানতে কম-বেশি সকলেই আগ্রহী। কিন্তু আমরা বেশিরভাগই হলিউড, বলিউড ও টলিউড অভিনেতা-অভিনেত্রীদেরই খবরের শিরোনামে দেখি। সুন্দরী অভিনেত্রীদের এক ঝলক দেখেই পাগল হয়ে যান তাদের ভক্তরা। তেমনই আজ এমন ৯ জন বাংলাদেশের অভিনেত্রীর সম্পর্কে জানাব যাদের সৌন্দর্যের কাছে হার মেনে যাবে অনেক বলিউডের অভিনেত্রীরা (Top 9 beautiful Bangladeshi actresses)
১) নুসরাত ফারিয়া (Nusrat Faria)
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও সুন্দরী অভিনেত্রী হলেন নুসরাত ফারিয়া (Nusrat Faria)। তিনি এপার বাংলা, ওপার বাংলা দুই স্থানেই সমানভাবে পরিচিত। এই জনপ্রিয় অভিনেত্রী একসময় রেডিও জকি ও মডেল হিসাবে কাজ করতেন। তবে অভিনয় দক্ষতার মাধ্যমেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন।
২) জয়া আহসান (Jaya Ahsan)
টলিউডের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী হলেন তিনি। দুই বাংলাতেই তিনি জনপ্রিয়। বছর ৪০-এর উর্দ্ধে হলেও তিনি যেভাবে সৌন্দর্যতা ধরে রাখায় নিজের যত্ন নেন, তা সত্যিই প্রশংসনীয়। অনেক ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
৩) মেহজাবিন চৌধুরি (Mehazabin Chowdhury)
বিনোদন জগতে আসার পূর্বে এই অভিনেত্রী বিভিন্ন কোম্পানি এবং ব্র্যান্ডের বিজ্ঞাপন করতেন। অত্যন্ত সুন্দরী হওয়ায় অনেক ছেলেদের ক্রাশ তিনি। দুই বাংলাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। নিজের প্রতিভায় একাধিক ভালো ভালো ছবিতে অভিনয় করেছেন তিনি।
৪) পরীমনি (Porimoni)
২০১২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর এই অভিনেত্রী অভিনয় জগতে পদার্পণ করেন। দুই বাংলাতেই তিনি তার সৌন্দর্যতার কারণে জনপ্রিয়তা অর্জন করেছেন।
৫) বিদ্যা সিনহা মিম (Bidya Sinha Mim)
বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রতিভাময়ী সুন্দরী অভিনেত্রী হলেন বিদ্যা মিম। দুই বাংলাতেই তিনি বেশ পরিচিত। সম্প্রতি পরিমনির সঙ্গে একটি বিবাদের কারণে তিনি খবরের শিরোনামে আছেন। তিনি একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়ার পূর্বে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করতেন।
৬) মাহিয়া মাহি (Mahia Mahi)
২০১২ সালে এই অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করেন। দুই বাংলার দর্শকদেরই তিনি এখনও পর্যন্ত অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি তার নাম রয়েছে সেরা সুন্দরীর তালিকাতেও।
৭) আনিকা কবির শখ (Anika Kabir Shokh)
বাংলাদেশের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের তালিকায় আনিকা কবির শখ-এরও নাম রয়েছে। বহু বিজ্ঞাপন ও ছবিতে কাজ করেছেন তিনি।
৮) শবনম বুবলি (Shabnam Bubli)
টলিউডের আরও একজন সুন্দরী অভিনেত্রী হলেন শবনম বুবলি। প্রথমে তিনি নিউজ চ্যানেলে কাজ শুরু করেন। পরে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে অনেক হিট ছবিতে অভিনয় করেন তিনি। শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে তাকে বহুদিন আলোচিত হতে হয়।
৯) পূজা চেরি রায় (Puja Cheri Roy)
এই তালিকায় সর্বশেষ নাম রয়েছে সুন্দরী অভিনেত্রী পূজা চেরির (Puja Cheri)। একদম ছোট বয়স থেকে শিশুশিল্পী হিসেবেও তিনি কাজ করেছেন সিনেমার পর্দায়। এছাড়াও মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।