Skip to content

১লা জানুয়ারি থেকে ব্যাংকের একাধিক ক্ষেত্রে লাগু হতে চলেছে এই নতুন নিয়মগুলি যা জানা আপনার অত্যন্ত জরুরী!

    img 20221231 212230

    আগামীকাল নতুন বছর অর্থাৎ ১লা জানুয়ারি ২০২৩ সাল। বছরের শুরুতেই অনেক ভালো ভালো পরিকল্পনা থাকে আমাদের। এই কারণেই নতুন বছরের শুরু থেকেই আপনার বেশ কিছু নতুন বিষয় অবগত থাকা জরুরী। আর্থিক ক্ষেত্রে এমন কিছু পরিবর্তন হতে চলেছে যা আমাদের পকেটে প্রভাব ফেলতে সক্ষম। ফলে নতুন বছরের শুরুতেই এই সমস্ত বিষয়ে ওয়াকিবহাল থাকুন।

    National Pension scheme

    ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে ব্যাংকের লকার, ক্রেডিট কার্ড, জি এস টি, সুদের হার সমস্ত কিছুর নিয়মেই পরিবর্তন হতে চলেছে। চলুন এবার প্রতিবেদনে দেখে নেওয়া যাক নতুন বছর থেকে আর্থিক ক্ষেত্রে ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে।

    ১) পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) NPC থেকে টাকা তোলার বিষয়ে একটি নতুন আদেশ জারি করেছে। সমস্ত সরকারি খাত অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের প্রতিটি সংস্থা থেকে সুবিধাভোগীরা এবার NPS থেকে আংশিক টাকা তুলে নেওয়ার আবেদন জমা করতে চলেছে। এই আবেদন শুধুমাত্র নোডাল অফিসারের কাছেই জমা দেওয়া সম্ভব।

    Money

    ২) ব্যাংকের নতুন লকারের নিয়ম–

    রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ RBI ব্যাংক লকারের পূর্বনিয়ম সংশোধন করেছে। নতুন বছর থেকে ব্যাংক লকারের একটি নতুন চুক্তি রচনা করেছে। এই চুক্তি অনুযায়ী, আগামী ৩১শে জানুয়ারি ২০২২-এর মধ্যে গ্রাহকদের সম্পূর্ণ সই করে দিতে হবে। নতুন বছর পয়লা জানুয়ারি থেকে ব্যাংকের লকারের নতুন নিয়ম শুরু হবে।

    Locker

    তবে এই ব্যাংকের লকার এর ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। লকারের এই নয়া চুক্তিতে বলা হয়েছে, যদি কোনোভাবে ব্যাঙ্কের কারণে লকারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ তথ্য ধ্বংস হয়ে যায় বা আংশিক নষ্ট হয়ে যায় তার দায় সম্পূর্ণ নিতে হবে ব্যাঙ্ককে।

    ৩) ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন :-

    Credit card

    নতুন বছর থেকে বেশ কয়েকটি ব্যাঙ্কে ক্রেডিট কার্ড (Credit Card) পেমেন্ট রিওয়ার্ড পয়েন্ট  স্কিমে পরিবর্তন হতে চলেছে। তবে এক্ষেত্রে আজ ৩১ শে ডিসেম্বরের মধ্যেই বর্তমানে আপনার কাছে যে ক্রেডিট কার্ড গুলি রয়েছে তার রিডিম করতে হবে।