Skip to content

বিদেশ ভ্রমণে ইচ্ছুক কিন্তু বাজেটের সমস্যা? একদম সস্তায় এই ৫ টি দেশের সৌন্দর্য উপভোগ করে আসুন!

img 20221129 093134

যারা ঘুরতে ভালবাসেন সময় পেলেই ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়েন ভ্রমণের উদ্দেশ্যে। কেউ ঘুরতে যেতে ভালোবাসে পাহাড়ে, আবার কেউ ভালোবাসে সমুদ্রে। ভ্রমণের উদ্দেশ্যে এক এক জনের এক এক পর্যটন কেন্দ্র পছন্দ হয়। তবে অনেকেই আছেন যারা স্বপ্ন দেখেন বিদেশ ভ্রমণের। সবকিছু ঠিকঠাক থাকলেও বাধা হয়ে দাঁড়ায় বাজেট। তাই আজ এই প্রতিবেদনে সমস্যার সমাধান অনিবার্য। মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচাতেই আপনি অনায়াসেই বিদেশের এই ৫ টি দুর্দান্ত পর্যটন স্থানগুলি ভ্রমণ করতে পারেন।

১) সিঙ্গাপুর (Singapore)

Singapore

বিদেশের জনপ্রিয় পর্যটন স্থানগুলির মধ্যে সিঙ্গাপুর অন্যতম। এখানে পর্যটকদের জন্য ইউনিভার্সাল স্টুডিও থেকে শুরু করে সুস্বাদু খাবারের সম্ভার রয়েছে, সাথে আছে সুন্দর সমুদ্র সৈকত যা পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়। এই স্থানে অনেক সুন্দর সুন্দর সিনারি রয়েছে, যেখানে শ্যুটিং-ও হয়। এখানে মাত্র ৩০ থেকে ৪০ হাজার টাকায় ভালোভাবে ঘুরে আসা যায়।

২) থাইল্যান্ড (Thailand)

Thailand

থাইল্যান্ড এমন একটি দেশ, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার আধুনিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সমৃদ্ধ। এছাড়াও রয়েছে জাঁকজমকপূর্ণ রাজকীয় প্রাসাদ, প্রাচীন ঐতিহ্যের মন্দির, সুন্দর সৈকত এবং উত্তেজনাপূর্ণ নাইটলাইফ। এখানে থাই খাবার এবং বিভিন্ন বন্য প্রাণী দেখতে পাওয়ার দরুণ এই দেশটি সবচেয়ে জনপ্রিয়। এখানে ঘুরতে গেলে ৪০ থেকে ৪৫ হাজারের মধ্যে খরচ হয়।

৩) মিশর (Egypt)

Egypt

এই দেশটি সংস্কৃত এবং ঐতিহ্যের কারণে এছাড়াও ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ তথ্য আজও এই দেশে ছড়িয়ে থাকার কারণে সারা বিশ্বের কাছে সুপরিচিত। নীল নদ থেকে শুরু করে চমৎকার পিরামিড এবং অনেক প্রাচীন মন্দির ও মসজিদও রয়েছে এই দেশে। এখানে ঘুরে আসতে খরচ মাথাপিছু ৫০০০০ টাকা।

৪) মায়ানমার (Mayanmar)

Mayanmar

গত ১০ বছরে অত্যাধুনিক সৌন্দর্যতার কারণে ভারতীয় পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। এই দেশ অনেকটা স্বাশ্রয়ী হওয়ায় ভারত থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসতে পছন্দ করেন। এখানে ঘুরতে মাথাপিছু ৩৫ থেকে ৪০ হাজার টাকা খরচ হয়।

৫) শ্রীলঙ্কা (Sri Lanka)

Sri Lanka

ভারতের এই প্রতিবেশী দেশ শ্রীলংকা, তার সংস্কৃতি দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, উপযুক্ত জলবায়ু এবং আরও অনেক আকর্ষণীয় জিনিসের কারণে সারা বিশ্বের বিখ্যাত। এখানে যেমন সমুদ্র রয়েছে তেমন পাহাড়ও আছে। ভালোভাবে বিদেশ ভ্রমণের স্বপ্ন থাকলে মাথাপিছু ৩৫-৪০ হাজার টাকায় এখানে ঘুরে আসুন।