Skip to content

ভুলেও এই জিনিসগুলো নিয়ে কখনো ট্রেনে যাত্রা করবেন না, ধরা পড়লে জেল ও জরিমানা অনিবার্য!

img 20221229 083224

কোনও স্থানে ভ্রমণ করতে গেলে আমরা অনেকে আগে থেকেই নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে রাখি আর যদি দীর্ঘ সময়ের যাত্রা হয় তবে আমরা সেই অনুযায়ী প্যাকিং শুরু করি। তবে বর্তমানে ট্রেন যাত্রার পূর্বে লাগেজ গোছানোর সময় এটাও মনে রাখতে হয়, যে বেশি লাগেজ বহন করলে আপনাকে অতিরিক্ত জরিমানা দিতে হবে। এছাড়াও এই প্রতিবেদন থেকে জেনে নিন, যদি আপনি এই ৩টি জিনিস ট্রেনে ব্যবহার করেন, তবে আপনার জেল হওয়া অনিবার্য।

১) গ্যাস সিলিন্ডার (Gas Cylinder)

Fire crackers

অনেকেই ট্যুর সিস্টেমে ঘুরতে যান এবং সেই ক্ষেত্রে ট্রেনে খাবার দিতে হয়। তবে ট্যুর অপারেটর যদি মনে করেন ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে যাবে এবং খাবার তৈরি করবে, তবে তা চূড়ান্ত ভুল। আর যদিও ট্রেন যাত্রায় গ্যাস সিলিন্ডার নিতে হয়, তবে পূর্বে অনুমতি নিতে হবে এবং খালি সিলিন্ডারও নিয়ে যেতে পারেন। তবে অনুমতি না নিয়ে সিলিন্ডার ব্যবহার করলে মোটা অঙ্কের জরিমানার সাথে সাথে জেলও হতে পারে।

২) কোনও বাজি জাতীয় পটকা (Fire crackers)

img 20221228 210734

অনেকের দীপাবলির সময় ট্রেনে ভ্রমণ করলে পটকা বা আতসবাজি নিয়ে যান। তবে এই জিনিস নিয়ে যাওয়া ট্রেনে কঠোরভাবে নিষিদ্ধ। যদি এইসব আতসবাজি বা পটকা ট্রেনে নিয়ে যাওয়ার সময় আপনি ধরা পড়েন, কিংবা এর থেকে মানুষের কোনও বড় বিপদ ঘটে, তবে আপনাকে দীর্ঘ বছর জেলের ঘানি টানতে হবে।

৩) অ্যাসিড (Acid)

Fire

ট্রেন যাত্রায় অনেকেই লুকিয়ে অ্যাসিড বহন করেন। তবে এই ব্যাপারটি আপনার সাথে সাথে অন্যান্য ব্যাক্তিদের জন্য খুবই বিপদজনক। তাই এই বিষয়ের কঠোর নিষিদ্ধতা আপনি যদি অমান্য করেন এবং অন্যদের যদি কোনও বিপদ হয়, তাহলে রেলওয়ে আইনের ১৬৪ ধারার অধীনে আপনি শাস্তি পেতে পারেন এবং সেই সঙ্গে ১০০০ টাকা জরিমানা কিংবা ৩ বছরের কারাদণ্ডও হতে পারে।