Skip to content

ডায়াবেটিস সহ আরও এই ৬ টি রোগের মহৌষধ হিসেবে কাজ করে এই গাছের পাতা!

img 20221211 093003

বর্তমানে ডায়াবেটিস (Diabetes mellitus)  রোগটি ঘরে ঘরে সবচেয়ে সাধারণ হয়ে গেছে। এটি একটি জেনেটিক রোগ, তাই বংশের কোনও এক ব্যাক্তির হলে সেটা ভবিষ্যতে আপনারা হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনদিন ওষুধ থেকে মুক্তি পায় না। তবে অনেকেই আছেন যারা এই রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করেন।

চিরতা

বিভিন্ন প্রাকৃতিক উপায়ে এই রোগ থেকে প্রতিকারের জন্য আপনি চিরতা (Chirata Benifits) খেতে পারেন। কিছুদিন পর থেকেই আপনি  এই রোগের প্রকোপ থেকে মুক্তি পেতে শুরু করবেন।

এই সমস্ত বিষয়ে ডায়াবিটিস অর্গানাইজেশনের তরফ থেকে জানা গেছে, শরীরে যদি দীর্ঘ সময় ধরে চিনির মাত্রা বাড়তে থাকে, তীব্র দুর্গন্ধের সাথে সাথে ঘনঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত ঘুমের সমস্যা হওয়া এগুলোই ডায়াবেটিসের লক্ষণ। আবার মায়ো ক্লিনিক এর মতে, অতিরিক্ত ডায়াবেটিস থাকলে, সেটা হার্ট সংক্রান্ত অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়াও শুধু হার্টের সমস্যা নয় এই রোগ থাকলে ব্যক্তির স্নায়ু ক্ষতি, কিডনির ক্ষতি, চোখের ক্ষতি, বধিরতা, আলঝেইমারের রোগের প্রকোপ বেড়ে যায়।

Chirata

তবে এক্ষেত্রে NCBI বলেছেন, এই সমস্ত রোগের প্রতিকার হিসাবে অ্যাবসিন্থ রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। এতে অ্যান্টি-ডায়াবেটিক প্রভাবযুক্ত আমরোজেন্টিন বায়োঅ্যাকটিভ যৌগ বর্তমান, যা রোগীদের পক্ষে বেশ উপকারী। খাবার খাওয়ার আগে ৬০ মিলিলিটার চিরতার টনিক গ্রহণ করুন। এর ফলে ডায়াবেটিসের পাশাপাশি আরো অনেক রোগ থেকে উপকার পাবেন।