Skip to content

মিঠুনের পুত্রবধূর কাছে পাত্তা পাবে না বলিউড অভিনেত্রীরও, সৌন্দর্যের দিক থেকে টেক্কা দেয় ঐশ্বর্য রাইকেও

    img 20230131 222239

    টলিউড হোক কিংবা বলিউড বিনোদন জগতের মহাগুরু নামে সবাই একজনকে চেনে। তিনি হলেন সকলের প্রিয় প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বর্তমানে তিনি যে জায়গায় পৌঁছেছেন এবং সকলের কাছে তার কাজের জন্য যেভাবে শ্রদ্ধা ও সম্মান অর্জন করেছেন, তা পেতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। সকলের কাছে তিনি ডিস্কো ডান্সার (Disco Dancer) খেতাব জিতেছিলেন। ৭০-৮০ এর দশকে মিঠুন চক্রবর্তী এবং বাপি লাহিড়ির কম্বিনেশনে গোটা বিনোদন জগত তথা সারা বিশ্বের দৃশ্যটাই বদলে গিয়েছিল।

    Madalsa

    একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি রাজনীতির মাটিতেও পা রেখেছেন। একসময় রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তিনি। তার এমন উচ্চ অবস্থানের কারণে তার পরিবারও সবসময় লাইম লাইটে থাকে। যদিও মহাগুরু নিজের ব্যাক্তিগত জীবন তথা পরিবারকে লাইম লাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন।

    Madalsa weeding

    তবে তা কি সত্যিই সম্ভব? সম্প্রতি তার পরিবারের একজন সদস্য সংবাদ শিরোনামে এসেছেন। তিনি হলেন চক্রবর্তী বাড়ি বড় পুত্রবধু মাদালসা (Madalsa)। তিনি একজন বিখ্যাত হিন্দি টেলি অভিনেত্রী। যার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে সকলেই। এছাড়াও তার অভিনয় দক্ষতা সত্যিই প্রসংশনীয়।

    Madalsa

    তিনি তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে সুপরিচিত শিল্পী এবং পরিচালকের কন্যা। ২০১৮ সালের মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমোর সাথে বিয়ে হয় তার। বর্তমানে এই অভিনেত্রী বিনোদন জগতে খুবই খ্যাতি অর্জন করেছেন এবং খুব সুন্দরভাবে নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে ভালো আছেন।