বর্তমানে সকল মানুষের কাছেই আধার কার্ড (Aadhaar card) থাকা আবশ্যিক হয়ে উঠেছে। ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প সকল ক্ষেত্রে আধার কার্ড থাকা বাধ্যতামূলক। যেকোনো সরকারি অথবা বেসরকারি কাজের জন্য আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তাই মানুষ আধার কার্ড নিয়ে সচেতন হচ্ছে। আধার কার্ড বানানোর সাথে আধার কার্ডে সঠিক তথ্য রাখাটাও বেশ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি UIDAI নতুন নিয়ম চালু করেছেন এবং টুইট করেছেন যে, আধার কার্ড না থাকলেও তার বিকল্পগুলিকে ব্যবহার করে কাজ সম্পাদন করতে পারবে।
আধার কার্ড না থাকলে যে ডকুমেন্টগুলো ব্যবহার করা যাবে
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ UIDAI জানিয়েছেন যে ই-আধার (eAadhaar), এমআধার (mAadhaar) , আধার চিঠি (Aadhaar Latter) এবং আধার পিভিসি কার্ড (Aadhaar PVC Card)সবই সমভাবে গ্রহণযোগ্য।
ই-আধার, এমআধার এবং আধার লেটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন
যদি কোন ব্যক্তি আধার কার্ড হারিয়ে ফেলেন, তাহলে তিনি https://eaadhaar.uidai.gov.in থেকে বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারেন। প্লাস্টিক অথবা পিভিসিতে প্রিন্ট না করালেও গ্রহণযোগ্য হবে।
mAadhaar হল আধারের একটি অফিশিয়াল অ্যাপ। এই অ্যাপের সাহায্যে আপনি আপনার আধার কার্ড নিরাপদ রাখতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি আধারের সাথে সংযুক্ত ৩৫টির বেশী আধার সুবিধা নিতে পারবেন। আপনার যদি আধার না থাকে তাহলে আপনি mAadhaar অ্যাপটি ব্যবহার করে আপনার কার্য সম্পন্ন করতে পারবেন।
Aadhaar Latter বা যে কোন সাধারণ কাগজে আধার কার্ডের ডাউনলোড করা ভার্সনটিও ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বৈধ। কোন ব্যক্তির কাছে একটি কাগজ আধার কার্ড থাকে তাহলে সেই ব্যক্তির আধার কার্ড লেমিনেট করা কিংবা টাকা খরচ করে স্মার্ট কার্ড তৈরি করার প্রয়োজন নেই।