প্রতিদিন বহু ভক্ত নৈনিতালে নিম করলি বাবার কোইঞ্চি ধামে আসেন। মনে করা হয় যে সমস্ত ভক্তরা শ্রদ্ধা ভরে নিম করলি বাবাকে স্মরণ করেন তাদের সমস্ত মন কামনা পূরণ হয়ে যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে নামিদামি ব্যক্তিত্বরা নিম করলি বাবার শরণাপন্ন হন অসময়ে। নিজের বাণী এবং উপদেশের মাধ্যমে যেকোন ব্যক্তিকে সঠিক পথ দেখান নিম করলি বাবা।
নিম করলি বাবা জানিয়েছেন, কিভাবে একজন ব্যক্তি বুঝতে পারবেন তার জীবনে শুভ সময় আসছে। জীবনে কোন কোন ঘটনা ঘটলে বুঝতে পারবেন আপনার দুর্দিন কেটে গিয়ে সুদিন ফিরে আসতে চলেছে। আজকের প্রতিবেদনই সে সমস্ত কথাই জানবো আমরা।
অশ্রু: যদি কোন ব্যক্তি ভজন বা কীর্তনে অংশগ্রহণ করতে গিয়ে ঈশ্বর ভক্তিতে এতটাই মগ্ন হয়ে যান, যে কখন চোখে জল চলে আসে তিনি বুঝতে পারেন না। এমন ঘটনা হলে বুঝতে হবে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে।
পশুপাখি: বাড়িতে যদি হঠাৎ করে পশু পাখির আনাগোনা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। বাড়িতে পশু পাখির আগমন শুভ সংবাদের ইঙ্গিত বয়ে নিয়ে আসে আপনার জন্য।
পূর্বপুরুষের স্বপ্ন: কখনো যদি পূর্বপুরুষের স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। তবে লক্ষ্য রাখতে হবে, সেই স্বপ্নে পূর্বপুরুষরা যেন দুঃখিত না থাকেন। যে স্বপ্নে পূর্বপুরুষরা সবসময় হাসিখুশি থাকেন সেই স্বপ্ন দেখার পর ব্যক্তির জীবনে সৌভাগ্য চলে আসে।
সাধু: হঠাৎ করেই যদি কোন সাধুর দর্শন পান তাহলে বুঝতে হবে আপনার ভালো দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি। যে সমস্ত ব্যক্তি প্রায়শই সাধু সন্তের দর্শন পান তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ থাকে সবসময়।