কয়েক মাস আগে হোয়াটসঅ্যাপের (Whats App) প্রাইভেসি পলিসি নিয়ে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। হোয়াটসঅ্যাপ এর তরফ থেকে তাদের প্রাইভেসি পলিসি গ্রাহকদের এক্সেপ্ট করতে বলা হয়। কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই পলিসি একসেপ্ট করতে নারাজ হন।
কিন্তু ফেসবুকের অধীনস্থ হোয়াটসঅ্যাপ জানিয়ে দিল তাদের প্রাইভেসি পলিসি একসেপ্ট না করলে 15 ই মে এর পর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।
হোয়াটসঅ্যাপের পলিসি অনুযায়ী, গ্রাহকরা যদি তাদের পলিসি এক্সেপ্ট করে তাহলে হোয়াটসঅ্যাপ সংস্থা গ্রাহকদের তথ্য আদান-প্রদান করতে ও তাদের গতিবিধির ও তথ্য সংগ্রহ করতে পারবে। এই পলিসি ভারত ও কয়েকটি দেশের জন্য আনা হয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কোনরূপ প্রাইভেসি পলিসি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফ থেকে আনা হয়নি।
কিছুদিন আগে দেশের শীর্ষ আদালত হোয়াটসঅ্যাপ (Whats App) সংস্থাকে একটি নোটিশ পাঠায় তাদের প্রাইভেসি পলিসি সম্পর্কে। উত্তরে হোয়াটসঅ্যাপ সংস্থা FAQ তে জানায়, তাদের পলিসি একসেপ্ট না করলে গ্রাহকরা আর 15 may এরপর থেকে কোনরূপ মেসেজ সেন্ড অথবা রিসিভ করতে পারবেন না। শুধুমাত্র কল রিসিভ ও নোটিফিকেশন গ্রহণ করতে পারবেন। এবং 120 দিন পর গ্রাহকের অ্যাকাউন্ট থেকে সমস্ত তথ্য মুছে দেওয়া হবে। অর্থাৎ আপনি চাইলে 15 মে এর আগে আপনার সমস্ত চ্যাট হিস্ট্রি অন্য জায়গায় স্থানান্তর করে নিতে পারেন।