Skip to content

দীর্ঘ ২৮ বছর পর এই বিরল সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবে পৃথিবীবাসী, ভারত থেকে কি দেখা যাবে এই মহাজাগতিক ঘটনা?

img 20230417 175420

ছোটবেলা থেকেই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে আমাদের প্রচুর আগ্রহ এবং কৌতূহল। কেন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ হয় বা কেন আংশিক বা পূণ্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তা নিয়েও আমাদের মধ্যে রয়েছে নানা দ্বন্দ্ব। এই দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কুসংস্কার। তবে বর্তমান সমাজে বিজ্ঞানের সঙ্গে তাদের তাল মিলিয়ে কিছুটা হলেও মানুষ কুসংস্কার থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে যেকোনো গ্রহনের সময়।

solar eclipse

২০২৩ সালের এপ্রিল মাসের ২০ তারিখ আরও একটি মহাজগতিক ঘটনা সাক্ষী হতে চলেছে আমাদের এই ভারত বর্ষ। ভারত এবং প্রশান্ত মহাসাগরের বেশ কিছু অঞ্চল থেকে একটি বিরল পূর্ণগ্রাস সূর্য গ্রহণ দেখতে পাওয়া যাবে। জানা গেছে, সর্বশেষ এই বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা দিয়েছিল ১৯৯৫ সালের ২৪ শে অক্টোবর।

প্রথমে জেনে নেওয়া যাক, সূর্যগ্রহণ কখন হয়। বিজ্ঞানের ভাষা অনুযায়ী যখন সূর্য পৃথিবী এবং চন্দ্র ঠিক একই সরল রেখায় চলে আসে এবং সূর্যের ওপর চন্দ্রের ছায়া পড়ে, ঠিক তখনই হয় সূর্যগ্রহণ। এই চাঁদের ছায়া যদি সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় সেক্ষেত্রে হয় পূর্ণগ্রাস সূর্য গ্রহণ এবং যদি চন্দ্রের ছায়া আংশিকভাবে সূর্যকে ঢেকে দেয় তাহলে হয় আংশিক সূর্যগ্রহণ।

hybrid solar eclipse in 20 april 2023

তবে আংশিক সূর্যগ্রহণ এবং পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আংশিক সূর্য গ্রহনের সময় আকাশ খানিক মেঘলা হয়ে যায় কিন্তু যদি পূর্ন গ্রাস সূর্যগ্রহণ হয় তাহলে বেলা বারোটার সময়ও আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে যায়। একটা অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয় তখন। চলতি বছরের ২০ এপ্রিল এমনই একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ভারতীয় সময় সকাল ৭:০৪ মিনিটে। গ্রহণ চলবে দুপুর ১২ঃ২৯ মিনিট পর্যন্ত।

জ্যোতির্বিজ্ঞানীদের দাবি অনুযায়ী, প্রায় ১০০ বছরে এমন ঘটনা একবার ঘটে থাকে। এই সূর্য গ্রহণ ভারত ছাড়াও দেখা যাবে আন্টার্টিকা, থাইল্যান্ড, চীন,সলোমন, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, তাইওয়ান থেকে।