এবারে বিনোদন জগতে পদার্পণ করতে চলেছে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) কাকার মেয়ে পাশমিনা রোশন (Pasmina Roshan)। অর্থাৎ বলিউড জগতে একজন নতুন অভিনেত্রীর আবির্ভাব হতে চলেছে। তিনি বলিউড জগতে ‘ইশক ভিশক’ সিনেমাটির মধ্য দিয়ে নিজের ক্যারিয়ারে যাত্রা শুরু করছেন। এই অভিনেত্রী রাজেশ রোশনের (Rajesh Roshan) কন্যা।
মনে পরে, ২০০৩ সালে মুক্তি পেয়েছিল এই ‘ইশক ভিশক’ সিনেমাটি এবং এর মাধ্যম দিয়ে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর (Sahid Kapoor) ও অমৃতা রাও (Amrita Rao)। প্রায় দুই দশক পরে আবারও সেই সিনেমার রিমেক হতে চলেছে। এই রিমেকের নতুন নাম হয়েছে ‘ইশক ভিশক রিবাউন্ড।’ ইতিমধ্যেই সিনেমাটির প্রথম দৃশ্য প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রোহিত সারফ, জিবরান খান এবং নায়লা গ্রেওয়ালকে।
অভিনেত্রী নিজেই এই খুশির খবর একটি ছবির মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করে সকলের সাথে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ আমি খুবই উচ্ছ্বসিত এবং নার্ভাস। মনে হচ্ছে যেন বছরের পর বছর পরিশ্রমের এবার ফল পাচ্ছি আমি। এটাই আমার প্রথম অনস্ক্রিন কাজ।’
অন্যদিকে বোনের অভিষেক নিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে ১ টি পোস্ট করেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan)। অভিনেতা এই ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন এবং এছাড়াও তিনি তার বোনকে নিয়ে কতটা গর্ববোধ করেন তার সম্বন্ধে লিখেছেন।