Skip to content

কি করে বুঝবেন আপনার ব্যবহার করা আধার কার্ডটি আদৌ আসল নাকি নকল! জেনে নিন চেনার আসল পদ্ধতি

img 20230303 184341

সাধারণ মানুষের কাছে যেমন জন্মপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা তার প্রতিটি ক্ষেত্রে প্রমাণ হিসেবে কাজে লাগে তেমন বর্তমানে আপনি এই ভারতবর্ষের নাগরিক কিনা তা প্রমাণিত করার জন্য প্রত্যেকের আধার কার্ড থাকা সবচেয়ে বেশি জরুরী। এখন যে কোন ক্ষেত্রেই আধার কার্ডের (Aadhar Card) সাথে লিংক করে রাখতে হয়। যেমন- সেটা বাড়ি ভাড়া নেওয়ার জন্যই হোক, নতুন সিম কার্ড নেওয়ার জন্যই হোক, ব্যাংকে নতুন একাউন্ট খোলা বা কোনো অফিসিয়াল কাজের আইডি প্রুফ হিসেবে আধার কার্ড অবশ্যই প্রয়োজন।

Aadhar card

আর এই আধার কার্ডের মূল প্রয়োজনীয়তাই হলো ১২ অঙ্কের নম্বরটি। তবে বর্তমানে এমন অনেকেই আছেন যারা ফ্রড কাজ করে নকল আধার কার্ড তৈরি করছে। তাহলে আপনি আসল নকল আধার কার্ড চেনা থেকে কি করে মুক্তি পাবেন? আজ এই প্রতিবেদনে আমরা সেটাই বলবো। সম্প্রতি এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা গেছে, আধার নম্বরের পরিবর্তে ১২ ডিজিটের নকল নম্বর ব্যবহার করা হচ্ছে এবং অনেকেই জাল কপি বানিয়ে আপনার আধার কার্ডের অপব্যবহার করছে। কেউ যাতে না আপনাকে ঠকাতে পারে, তাই জেনে নিন কোন উপায়ে আপনি বুঝবেন আপনার আধার কার্ড আসল কিনা নকল।

Aadhaar

আপনি অনলাইন অফলাইন উভয় মাধ্যমেই যাচাই করতে পারবেন আপনার আধার কার্ড আসল নাকি নকল। দেশে আধার কার্ড প্রদানকারী সংস্থা UIDAI-এর মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজেই করতে পারবেন এই কাজটি। এবার জেনে নিন কিভাবে যাচাই করবেন আধার কার্ডের সত্যতা। নিচে দেওয়া উপায়গুলি অনুসরণ করলেই আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার আধার কার্ডের সত্যতা পরীক্ষা করতে পারবেন (Very real adhar card number and fake adhar card number)।

আধার কার্ডের ভেরিফিকেশন প্রসেস (Varification Process Of Aadhar Card):

১) আপনাকে প্রথমে প্রবেশ করতে হবে (uidai.gov.in)

২) এরপর my adhaar section-এ গিয়ে Adhaar services-এর অপশনে ক্লিক করতে হবে।

৩) তারপর আপনি Varify In Option-এ আধার নম্বর অপশন দেখতে পাবেন আর সেখানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে।

Aadhar authentication

৪) এবার যে উইন্ডো পেজটা খুলে যাবে সেখানে নিজস্ব আধার নম্বর এবং ক্যাপচা কোড  প্রবেশ করতে হবে। তারপর Proceed ও verify  আধার অপশনে ক্লিক করতে হবে।

৫) তারপর পেজে আধার নম্বরের সাথে Exists লেখা থাকবে। জাতিকে আমি বুঝতে পারবেন আধার নম্বরটি আসল না নকল।

৬) এর সাথে একই সময়ে, আপনার নাম, বয়স গ্রুপ, লিঙ্গ এবং রেজিষ্টার মোবাইল নম্বর এগুলোও চেক করে নেবেন।

৭) যদি আধার নম্বরটি ভুল থাকলে তাহলে Error দেখা যাবে।