দিন দিন গ্যাসের (LPG) মূল্য বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আপনি কি ভর্তুকি পাচ্ছেন? যদি বুঝতে না পারেন ভর্তুকি ঢুকছে না ঢুকেনি তাহলে খুব সহজেই অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার ভর্তুকির স্ট্যাটাস।
•কিভাবে আপনার এলপিজি (LPG) কানেকশনের ভর্তুকি চেক করবেন আসুন জেনে নেয়া যাক।
•দুটি পদ্ধতির মাধ্যমে আপনি ভর্তুকি চেক করতে পারবেন। একটি হল আপনার এলপিজি কোম্পানির সঙ্গে রেজিস্টার থাকা মোবাইল নম্বরের(Mobile no) মাধ্যমে এবং অন্যটি হলো এলপিজি আইডির (LPG ID) মাধ্যমে।
•ভর্তুকি স্ট্যাটাস চেক করার প্রক্রিয়া।
প্রথমে আপনাকে ভারত সরকারের এলপিজি অফিশিয়াল ওয়েবসাইট http://mylpg.in/ লিঙ্কটি ক্লিক করতে হবে। তার পরের পেজে আপনিই দেখতে পাবেন 17 ডিজিট এলপিজি আইডি ইনপুট করার জায়গা। এখানে আপনি আপনার এলপিজি আইডি ইনপুট করুন। তারপর আপনার এলপিজি কানেকশন এর সাথে রেজিস্টার থাকা মোবাইল নম্বরটি দিন। অবশেষে ক্যাপচা কোড (captcha code) দিন।যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি ইনপুট করুন। পরের পেজে ইমেইল আইডি (email id) দিয়ে পাসওয়ার্ড (password) তৈরি করুন।এরপরের পর্যায়ে আপনার ইমেইলে একটি অ্যাক্টিভেশন লিংক আসবে সেই লিংকটি ক্লিক করলে আপনার তৈরি করা একাউন্টটি একটিভ (active) হবে। এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পর আপনাকে পুনরায় mylpg.in লিংকে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। সেখানে আপনি আপনার ভর্তুকি এর বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
•এখন জেনে নেওয়া যাক কি কি কারনে আপনার ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে অথবা ভর্তুকি ঢোকেনি।
আপনার যদি এলপিজি কানেকশন এর সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে অথবা আপনার পারিবারিক বার্ষিক আয় যদি লক্ষ্য বা তার বেশি হয় তাহলে সে ক্ষেত্রে আপনি ভর্তুকি থেকে বঞ্চিত হবেন।