Skip to content

Didi no 1 কত দিচ্ছে তোমায়? সরাসরি প্রশ্ন দেবের! উত্তরে কি বললেন শো এর সঞ্চালিকা রচনা?

    img 20221225 173106

    বাংলার টেলিভিশনে জি বাংলা চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো হল রচনা ব্যানার্জি সঞ্চালিত দিদি নাম্বার ওয়ান (Didi No. 1)। দীর্ঘ ১২ বছর ধরে টলিউডের সকলের পছন্দের অভিনেত্রী রচনা ব্যানার্জি এই শো-এর সঞ্চালনা করছেন। প্রথম থেকেই এই শো এর টিআরপি ছিল তুঙ্গে। এখন নতুন ট্রেন্ড অনুযায়ী বিভিন্ন তারকারা ছবির প্রমোশন করার (Upcoming Movies Promotion) জন্য এই শো তে উপস্থিত হন। সেই কারণেই এবার এই শো-তে এসেছিলেন বাংলার সুপারস্টার দেব (Dev)।

    Rachana Banerjee, Dev

    প্রধানত টলিউড অভিনেতাদের মধ্যে দেবের নাম সর্বস্থানে। নতুন নতুন ধরনের গল্পের সিনেমা বাংলা চলচ্চিত্রকে নতুন ধারা দিয়েছে। তবে এই শো-তে দেব এসে রচনাকে এমন একটি সরাসরি প্রশ্ন করেন, যাতে লজ্জা পেয়ে হেসে ফেলেন শো-এর সঞ্চালিকা রচনা।

    Dev, Mithun Chakraborty

    প্রসঙ্গত, অভিনেতা দেবের প্রথম ছবি মুক্তি পায় ২০০৭ সালে অগ্নিশপথ (Agnisapath)। দেবের অভিনেত্রী ছিলেন রচনা (Rachana)। আজ দুজনেই এই বিনোদন দুনিয়ায় সফল হয়েছেন। এবার “প্রজাতি” সিনেমার প্রচারে এসেছিলেন দেব। এই শো-এর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্ব কাপ ফাইনালে উপস্থিত ছিলেন রচনা।

    Dev

    সেই প্রসঙ্গে রচনা দেবকে জিজ্ঞাসা করেন যে – কেন তাকে সেখানে দেখা গেল না। সেই প্রশ্নে রচনা বলেন – “আমার কি তোমার মতো আদৌও অনেক টাকা আছে?” সেই প্রশ্নে দেব বলেন – দিদি নাম্বার ওয়ান কত দিচ্ছে তোমায়? শাড়ি বেছে কত টাকা পাচ্ছো? এই প্রশ্নে লজ্জায় পড়েন অভিনেত্রী। জানিয়ে রাখি, সম্প্রতি দেব অভিনীত “প্রজাপতি” (Prajapati) সিনেমাটি মুক্তি পেতে চলেছে।