টলিউডের (Tollywood) অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রী যদি থেকে থাকেন যার পেশাগত দিক থেকে কোনদিন কোন বিতর্ক তৈরি হয়নি তিনি হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ভীষণ সাদামাটা এবং নম্র ভদ্র স্বভাবের কোয়েলকে ভীষণ পছন্দ করেন ভক্তরা। সংসার এবং পেশাগত জীবন কিভাবে সমানতালে বয়ে নিয়ে যেতে হয় তা বেশ ভালই জানেন রঞ্জিত মল্লিক কন্যা। নিজের অভিনয়ের দক্ষতার দ্বারা আজ টলিউডের এক নম্বর নায়িকাদের পরিণত হয়েছেন তিনি।
বাবার দেখানো পথ অনুসরণ করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন কোয়েল (Koel Mallick) । তবে রঞ্জিত মল্লিকের আদেশ ছিল পড়াশোনা শেষ করে তবেই অভিনয় করতে পারবেন কোয়েল তাই বাবার কথামতো পড়াশোনা শেষ করে তবে পদার্পণ করেছিলেন তিনি। জিতের বিপরীতে “নাটের গুরু” অভিনয়ের মাধ্যমে অভিনয় যাত্রা শুরু হয় কোয়েলের। প্রথম সিনেমাতেই অনবদ্য অভিনয় করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন কোয়েল।
জিৎ, দেব, প্রসেনজিৎ তথা টলিউডের প্রথম সারির প্রত্যেক নায়কদের সঙ্গে অভিনয় করেছিলেন কোয়েল। সুনাম বাড়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিকও বাড়িয়েছেন কোয়েল (Koel Mallick)। সংসার সামলে হয়তো খুব একটা ক্যামেরার সামনে আর আসা হয় না কিন্তু যে কটি সিনেমা করেন সে কটাই বেছে বেছে করেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) কন্যা কোয়েল।
এক একটি সিনেমার জন্য তিনি প্রায় ৫০ থেকে ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এই সংবাদের কোন নিশ্চিত ভিত্তি নেই কারণ পারিশ্রমিক নিয়ে কখনোই মুখ খোলেননি কোয়েল। তবে যেহেতু তিনি প্রথম সারির নায়িকা, তাই মনে করা যেতেই পারে, লক্ষাধিক টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী কোয়েল। শেষবার “রক্ত রহস্য” সিনেমায় অভিনয় করতে দেখা গেছে কোয়েলকে। আপাতত তিনটি নতুন বাংলা সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।