কাজল এবং রানী মুখার্জি, এই দুই তারকাকে আমরা ছোটবেলা থেকেই দুই বোন বলে ধরে নিয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না কাজল এবং রানী মুখার্জি একে অপরের নিজের বোন নয়। বলিউডের বিখ্যাত অভিনেত্রী তনুজার দুই কন্যা কাজল এবং তানিশা। কাজল প্রথম থেকেই নিজের জায়গা শক্ত করলেও বোন তানিশা কিন্তু সেই খ্যাতি অর্জন করতে অক্ষম ছিলেন।
যারা জানেন না তাদের বলি, shhhhhhh…… নামে একটি ছবি দিয়ে তানিশা বলিউডে প্রবেশ করার চেষ্টা করেন কিন্তু প্রথমেই হয় ছন্দপতন। এরপর আরও একটি সিনেমাতে অভিনয় করলেও সেই ভাবে নজর কাটতে পারেনি তিনি। এরপর যশ রাজ ফিল্মসের নীল অ্যান্ড নিকি, সিনেমায় উদয় চোপড়ার বিপরীতে অসাধারণ অভিনয় করার চেষ্টা করেছিলেন কিন্তু বড় বাজেটের সেই সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বারবার চেষ্টা করেও মা দিদির পথ অনুসরণ করেও কোনোভাবেই সাফল্য অর্জন করতে পারেননি তানিশা।
বলিউডের পাশাপাশি দক্ষিণ সিনেমাতেও কাজ করার চেষ্টা করেন তানিশা। কিন্তু সেখানেও অধরা থেকে যায় সাফল্য। ২০০৫ সালে প্রকাশ ঝা, পরিচালিত সরকার সিনেমায় অভিনয় করে কিছুটা নজর কেড়েছিলেন তানিশা। এরপর আবার চেষ্টা করেছিলেন বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করার, কিন্তু সেগুলি মুক্তি পায়নি অবশেষে।
বিগ বস সিজন সেভেন, অংশগ্রহণ করে প্রথম রানার আপা ২০১৩ সালে। অনুষ্ঠান চলাকালীন অভিনেতা আরমান কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে যান তনুজা কন্যা। কিন্তু সেই সম্পর্কও বাস্তবে বেশিদূর গড়ায়নি। এক বছরের মধ্যেই সম্পর্ক শেষ হয়ে যায়। বারবার চেষ্টা করেও যখন সফলতা পাননি, তখন অবশেষে বলিউড সহ গোটা ইন্ডাস্ট্রি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তানিশা। এখন পুরোপুরি নিজের জগতে নিজেকে সাজিয়ে নিয়েছেন তিনি। জীবন নিয়ে কোন আক্ষেপ নেই তনুজা কন্যার।