Skip to content

বাড়িতে বসেই এই সহজ পদ্ধতিতে করে নিন আধার কার্ডে E-Sign, নাহলে পড়বেন বড় সমস্যায়

প্রত্যেক ভারতবাসীর কাছে আধার কার্ডের (aadhar card) গুরুত্ব কতটা তা সকলেরই জানা। বিশেষ করে বর্তমানে আধার কার্ডের ডিজিটাল কফি এর ব্যবহার অনেক বেড়ে গেছে। অনলাইন পেমেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে দরকার পড়ছে আধার কার্ডের ডিজিটাল কফি। তবে আধার কার্ডের ডিজিটাল কফি ব্যবহারের জন্য e-Sign (electronic signature) প্রয়োজন। ইলেকট্রনিক সিগনেচার(e-Sign) যার মাধ্যমে আধার কার্ড হোল্ডারেরা কোনো ডকুমেন্টকে ইলেকট্রনিক ভাবে সাইন করেন।

একজন আধার কার্ড হোল্ডার কোনো ডকুমেন্টকে বায়োমেট্রিক বা OTP ভেরিফিকেশনের পর ডিজিটালি সাইন করতে পারে কোনো কাগজ বা অ্যাপ্লিকেশন ফর্মের ডকুমেন্ট ছাড়াই , এমনটাই জানাচ্ছে NSDL- e -Governance infrastructure Limited.

E-sign

এখন জেনে নেওয়া যাক এই e-Sign এর কি কি সুবিধা রয়েছে।

e-Sign হল কোন ডকুমেন্টকে ডিজিটাল পদ্ধতিতে সাইন করা যা সম্পূর্ণ নিরাপদ এবং আইন স্বীকৃত। এবং এর মাধ্যমে গ্রাহকদের সমস্ত ব্যক্তিগত তথ্য ও অনলাইন সংক্রান্ত পরিষেবা সম্পূর্ণ সুরক্ষিত থাকে।

e-Sign করার পদ্ধতি।

• প্রথমে আপনাকে https://uidai.gov.in/ বা https://eaadhaar.uidai.gov.in ওয়েবসাইটে যেতে হবে।

• এরপর ওয়েবসাইটে রাইট ক্লিক করে ” Validity Unknown ” আইকনে ক্লিক করতে হবে । সেখানে গেলে সিগনেচার ভেরিফিকেশন উইন্ডো খুলে যাবে।

 আধার

• এরপর ” Signature Properties ” অপশনে ক্লিক করতে হবে।

•এরপর ” Show Certificate ” অপশন দেখা যাবে , সেখানে ক্লিক করতে হবে । এবার “ NIC Sub – CA for NIC 2011 , National Informatics Centre ” অপশনে ক্লিক করতে হবে ।

• সেখান থেকে “ Trust ” ট্যাবে গিয়ে “Add to Trusted Identity”অপশন সিলেক্ট করতে হবে।

• তার পরবর্তী ধাপগুলি অনুসরণ করে “Valid signature” অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার e-Sign করার প্রক্রিয়া সম্পন্ন হবে।