Skip to content

এই কাজগুলি করা থাকলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের ভর্তুকি

    গত কয়েক মাসে রান্নার গ্যাসের(LPG) দাম ধাপে ধাপে বেড়েই চলছিল। এর ফলে মধ্যবিত্ত পরিবারের মাথায় হাত। কিভাবে এ গ্যাসের দাম নিয়ন্ত্রণ করা যাবে তা নিয়ে নানা মহলে নানা যুক্তি তর্ক চলছিল। তবে গত পয়লা এপ্রিল থেকে সিলিন্ডার প্রতি এলপিজি গ্যাসের দাম 10 টাকা কমেছে। আমরা নির্দিষ্ট টাকা দিয়ে ডিলার এর কাছ থেকে গ্যাস কিনে থাকি, এবং ভর্তুকির(subsidy) টাকা সংযুক্ত থাকা ব্যাংক একাউন্টে ঢুকে যেত। কিন্তু বর্তমানের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে আমরা জানতে পারব যে ভর্তুকির টাকা একাউন্টে ঢুকেছে কি না ঢুকছে?

    প্রথমত বলে রাখা ভাল আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার (aadhaar) নাম্বার লিংক না থাকে তাহলে শীঘ্রই লিংক করে নিন।লিংক করে নিলেই আপনার ভর্তুকির টাকা সরাসরি আপনার ব্যাংকে ক্রেডিট হয়ে যাবে। ভর্তুকির (subsidy) টাকা একাউন্ট এ না ঢোকার প্রধান কারণ হলো এলপিজি আইডির ( LPG Id) সাথে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত না থাকা। এই সমস্যা সমাধান করতে তাড়াতাড়ি আপনার গ্যাস ডিলার এর সাথে যোগাযোগ করুন। অথবা 18002333555 (toll free) নম্বরে কল করে আপনার সমস্যা অথবা যে কোন অভিযোগ নথিভুক্ত করুন।

    Gas

    LPG subsidy

    তবে আপনি এই সংক্রান্ত সমস্যা অনলাইন ও সমাধান করতে পারেন। তার জন্য সর্বপ্রথম আপনাকে ইন্ডিয়ান অয়েল (Indian oil) এর অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। ওয়েবসাইটটি হল : – https://cx.indianoil.in . তারপর আপনাকে সাবসিডি স্ট্যাটাস (subsidy status) এ ক্লিক করে প্রসেস (process)বাটন ক্লিক করতে হবে, তারপর সাবসিডি রিলেটেড (subsidy related, PAHAL) অপশনে ক্লিক করে subsidy not received অপশন ক্লিক করতে হবে, তারপরে রেজিস্টার মোবাইল নম্বর (Mob. No) ও এলপিজি আইডি (LPG Id) দিতে হবে। এই সমস্ত প্রক্রিয়াটি ধাপে ধাপে সম্পন্ন করলেই গ্রাহক এর সমস্ত তথ্য দেখা যাবে।

    LPG GAS

    তবে এলপিজি গ্যাসের ভর্তুকি দেওয়ার ব্যাপারটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। অনেক রাজ্যেই এই রকম নিয়ম আছে যে বাৎসরিক 10 লক্ষ টাকা আয় অথবা স্বামী-স্ত্রী দুজনে যৌথ রোজগারে সংযুক্ত থাকলে সেই পরিবারকে ভর্তুকি দেওয়া হয় না। সুতরাং ভর্তুকির ব্যাপারটি বিভিন্ন রাজ্যের নিয়ম অনুসারে কার্যকরী হয়ে থাকে।