Skip to content

স্বর্গের বিলাসিতাও হার মানবে শ্রদ্ধা কাপুরের বাড়ির কাছে, দেখুন তার বাড়ির ভেতরের কিছু চোখ ধাঁধানো ছবি!

img 20230503 192448

বলিউডের সবচেয়ে সুন্দরী কিউট অভিনেত্রী হলেন শ্রদ্ধা কাপুর। ‘আশিকি ২’ (Aashiqui 2) দিয়ে ডেবিউ হয়েছিল তার। এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। ‘এক ভিলেন'(Ek Villain) থেকে শুরু করে ‘স্ত্রী’ (Stree) সবেতেই তার নাচ ও অভিনয় দর্শকদের মন ছুয়ে গিয়েছিল।

Shraddha Kapoor

সম্প্রতি, রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিপরীতে ‘ম্যায় ঝুটি তু মক্কার’ (Tu Jhoothi Main Makkaar) সিনেমায় তাকে দেখা যাবে। এই অভিনেত্রী কাজের প্রতি খুবই সিরিয়াস। সারাদিন শ্যুটিং-এই থাকেন তিনি। তবে শ্যুটিং না থাকলে তখন তিনি পরিবারের সাথে সময় কাটাতেই বেশি পছন্দ করেন।

Luxurious room

অভিনেত্রী নিজের বাড়িকে সব সময়ই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন। তার বাড়িতে তিনি ছাড়াও পরিবারের আরো অন্যান্য সদস্যরা রয়েছেন। ছোটবেলা থেকেই তিনি বাড়িতে পরিবারের সাথে থাকতে পছন্দ করেন। তবে তার বাড়ির ভিতরে কি কি রয়েছে তা জানার ইচ্ছা ভক্তদের অনেকদিন ধরেই। তার মুম্বাইয়ের বাড়িতেই পিতা শক্তি কাপুর (Sakti Kapoor) থাকেন।

Shakti Kapoor

তার মুম্বাইয়ের বাড়িতেই বিভিন্ন ধরনের ওয়াল পেন্টিং সাজানো থাকে। এছাড়াও দেওয়ার জুড়ে রয়েছে একটি পারিবারিক ছবি। এছাড়াও বাড়িতে বহুদিকে রয়েছে খোলা ব্যালকনি এবং সাজানো ফুলগাছ। যেখানে অনেক রকমের রঙিন ফুলগাছ রয়েছে, যা দেখলেই সকলের মন ভালো হয়ে যায়।

Family of sraddha Kapoor

এছাড়াও তার বাড়ির জানলা-দরজা, সোফা-চেয়ার এগুলো খুব সৌখিন সুন্দর দেখতে। এই বাড়িতে ধুমধাম করেই গণেশ পুজো আয়োজন করা হয়। ২০২২ সালেও সকল সেলিব্রেটিরা সামিল হয়েছিলেন দিওয়ালি সেলিব্রেশনে। তার ভাই সিদ্ধান্ত কাপুর’কে তিনি প্রচন্ড ভালোবাসেন। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় নিজের বাবার সাথে কাটানো ভালো ভালো মুহূর্তের ছবি তিনি পোস্ট করেন।