২০২০ সাল থেকে শুরু করে বর্তমানে ২০২৩ সাল পর্যন্ত অতিরিক্ত মাত্রায় দর্শকের আগ্রহ বেড়ে চলেছে Ott প্ল্যাটফর্ম প্রতি। আজকাল সিনেমা প্রেমীরা বলিউডের (Bollywood) তুলনায় বেশি দক্ষিণী সিনেমা (Tollywood) দেখতে পছন্দ করেন। তাই আজকের প্রতিবেদনে এমন ৮ টি দক্ষিণী সিনেমার কথা বলব, যা আপনার অবশ্যই দেখা উচিত।
১) বিক্রম বেধা (Vikram Veda):
দুজন দুর্দান্ত অভিনয় দক্ষ অভিনেতা আর মাধবন (R. Madvan) এবং বিজয় সেতুপতির (Vijay Setupati) একসাথে অভিনয় দেখতে চাইলে অবশ্যই এই থ্রীল, অ্যাকশন, ইমোশন সবকিছু নিয়ে গড়ে তোলা অনবদ্য সিনেমাটি দেখতে পারেন।
২) ব্যাঙ্গালোর ডেজ (Bangalore Dej)
এই মালয়ালাম সিনেমাটি মূলত একটি কমেডি ঘরানার ছবি। যদি আপনি নিজেদের ভাই-বোনেদের সাথে হাসি-মজা করে জীবনকাটানো সময়গুলো মিস করেন, তবেই অবশ্যই এই সুন্দর সিনেমাটি (Bangalore Dej) দেখবেন।
৩) ৯৬ (96) :
নিখাদ ভালোবাসার গল্প দেখতে কার না ভালো লাগে? এমন সিনেমা দেখতে চাইলে আজই দেখে ফেলুন ‘৯৬’ (96) সিনেমাটি। বিজয় সেতুপতি অভিনীত এটি আরও একটি দুলাল সিনেমা। এছাড়াও এই সিনেমায় নজর কেড়ে নিয়েছে দক্ষিণী অভিনেত্রী তৃষার (Trisha) অনবদ্য অভিনয়ও।
৪) অসুরন (Asuran):
দক্ষিণী সুপারস্টার ধনুশ (Dhanush) অভিনীত এই সিনেমাটির গল্প সত্যি দর্শকদের মন কেড়ে নেয়। আপনি যদি এই অসুরন (Asuran) সিনেমাটি এখনও না দেখেন, তবে আজই দেখুন।
৫) দৃশ্যম (Drisyam):
গতবছরের এই (Drisyam) ছবিটি ছিল সবচেয়ে আলোচিত ছবি। তবে এই সিনেমাটি হিন্দি ভার্সানে মুক্তি পাওয়ার পূর্বেও মূল ছবি মালায়ালামে তৈরি হয়েছিল। তাই এই দুর্দান্ত সিনেমাটি আপনি দেখতে পারেন।
৬) শিবাজী দ্য বস (Sivaji The Boss) :
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কিংবদন্তী শিল্পী রজনীকান্ত অভিনীত এই অনবদ্য এই সিনেমাটি বক্স অফিসে চূড়ান্ত হিট হয়েছিল। ভালো সিনেমা দেখতে চাইলে এটা অবশ্যই দেখুন।
৭) বাহুবলী (Bahubali):
এস এস রাজামৌলি (S S Rajamouli) পরিচালিত এই বিশাল বাজেটের তৈরি দুর্দান্ত সিনেমাটি প্রথম এবং দ্বিতীয় অংশ (Bahubali 1) and (Bahubali 2) সকলেরই আজও মনে আছে। এমন কেউ যে এই সিনেমাটি দেখেনি, তবে আপনারা যদি সত্যিই এই সিনেমাটি না দেখে থাকেন, তবে আজই দেখুন সুপারস্টার প্রভাস (Prabhas) অভিনীত বাহুবলী (Bahubali)।
৮) চন্দ্রমুখী (Chandramukhi) :
চন্দ্রমুখী (Chandramukhi) দক্ষিণের অন্যতম আইকনিক হরর কমেডি ড্রামা হল । এটি এমন একটা সিনেমা যে সিনেমা নিয়ে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে বহুবার রিমেক করা হয়েছে।