Skip to content

বাড়িতে আরশোলার উপদ্রব! এই ৩ টি ঘরোয়া উপায়ে দূর করুন বাড়ির সব আরশোলা

    Cockroach,cockroach killer,cockroach scientific name,cockroach in hindi,cockroach killer gel,cockroach milk,cockroach gel,cockroach bite

    আরশোলার উৎপাতে বিরক্ত? কিছুতেই কিছু হচ্ছে না? হবে, এবার কাজ হবে। সহজেই মুক্তি পেতে পারেন এই আরশোলা থেকে। আরশোলা মূলত বর্জ্য-আবর্জনায় থাকে। তাই জীবাণু বয়ে বেড়াতে ওস্তাদ। এর পর ঘরের নানা প্রান্তে ঘুরে বেড়ায়, কখনও খাবার-দাবারের উপর। এতে এর গায়ে থাকা জীবাণুও ছড়িয়ে পড়ে ঘরে। আরশোলামুক্ত ঘর পেতে বাজারচলতি নানা রাসায়নিক স্প্রে-র উপর নির্ভর করেন অনেকেই। কিন্তু সে সব রাসায়নিকেরও কিছু ক্ষতিকর দিক আছে। তবে আপনি ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করে আর-শোলা তাড়াতে পারেন খুব সহজেই। কি সেই পদ্ধতি আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

     

    Bay leaf

    1• তেজপাতার ব্যাবহার:-

    বাড়ির যেসব জায়গায় ও কোনায় মূলত আরশোলা চলাচল করে সেই সব জায়গায় তেজপাতা গুঁড়ো করে ছড়িয়ে দিন। কারণ তেজপাতার উগ্র গন্ধ আরশোলার সহ্য করতে পারে না। সেই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আপনি আরশোলা তাড়াতে পারেন।

    Beric powered

    2• বোরিক পাউডার ব্যবহার:-

    বিভিন্ন পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে বোরিক পাউডার এর ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে। বোরিক পাউডার এক ধরনের অ্যাসিটিক এসিডের উপাদান। আরশোলা তাড়াতে আপনাকে একটি মিশ্রণ তৈরি করতে হবে। দু চামচ ময়দা বা আটা+ এক চামচ বোরিক পাউডার+ এক চামচ কোকো পাউডার ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর সেই মিশ্রণটি বাড়ির সব কোনায় ভালো করে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটি এরকমভাবে সপ্তাহে তিন চারদিন ছড়াতে থাকুন। দেখবেন কয়েক সপ্তাহের মধ্যেই আপনার বাড়ি সম্পূর্ণভাবে আর-শোলা মুক্ত হয়ে যাবে।

    Suger

    3• চিনি ও বেকিং সোডার মিশ্রণ ব্যবহার:-

    বেকিং সোডার গন্ধ আর’শোলা সহ্য করতে পারেনা।বেকিং সোডা ও জিনিস দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। তারপর সেই মিশ্রন আরশোলার যাতায়াতের স্থানে ছড়িয়ে দিতে হবে। প্রথমত আরশোলা চিনির দ্বারা আকৃষ্ট হবে এবং সেই মিশ্রণ এর কাছাকাছি এলেই বেকিং সোডার তীব্র গন্ধে আরশোলা বাড়ির বাইরে বেরিয়ে যাবে।